Saturday, April 20, 2024
Homeশিলিগুড়িশিলিগুড়ির রিচা ঘোষের বাড়িতে এখন খুশির হাওয়া

শিলিগুড়ির রিচা ঘোষের বাড়িতে এখন খুশির হাওয়া

অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, সেই দলে ছিল শিলিগুড়ির রিচা ঘোষ।

বিশ্বকাপ ক্রিকেটে ঘরের মেয়ে খেলেছে। এদিন সকাল থেকেই পরিচিত পরিজনদের ভীড়। খেলা দেখতেও ভীড় করেন সকলে। ভারতের মেয়েদের উইকেট নেওয়া থেকে বাউন্ডারি হাঁকানোয় আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন সকলে। শিলিগুড়ির বাড়িতে মেয়ে রিচা ঘোষের খেলা দেখলেন টিভিতেই মা স্বপ্না ঘোষ। শিলিগুড়ি শহরের হাতি মোড়ের বাড়িতে বাড়ি ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ। ভারতীয় মেয়েদের বোলিংয়ের সামনে ইংল্যান্ড সেভাবে দাঁড়াতে পারেনি ফাইনালে।১৭.১ ওভারে ৬৮রানে আউট হয়ে যায় ইংল্যান্ড। যার মধ্যে রিচার করা একটি স্ট্যাম্প আউটও রয়েছে।ভারত ১৪ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।ফলে রিচাকে আর ব্যাট হাতে নামতে হয়নি। রিচা ছেলেবেলায় শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে প্রশিক্ষণ নিতেন। তাঁর প্রথম দিকের কোচ গোপাল সাহা বলেন রিচার সাফল্যে তিনি আনন্দিত রিচাকে দেখে আরো মেয়েরা খেলতে এগিয়ে আসবে। রিচাদের সাফল্যে উচ্ছ্বসিত শিলিগুড়ির ক্রীড়ামহল। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ সঙ্গে ফোনে কথা হয় মেয়ের। ক্রিকেট কোচ জয়ন্ত ভৌমিক বলেন এই আনন্দ কথায় প্রকাশ করা যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments