Friday, April 26, 2024
Homeকোচবিহারশিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার , ১৪ জুলাইঃ  পশ্চিমবঙ্গের পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার মেখলিগঞ্জে। বুধবার সংগঠনের প্রতিনিধিরা কোচবিহার জেলার মেখলিগঞ্জে আসেন ও প‌শ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী কে সংবর্ধনা প্রদান করেন। এদিন সংগঠনের সদস্য সদস্যাদের সাথে মন্ত্রীর দীর্ঘক্ষণ আলোচনা হয়। সংগঠনের সদস্য সদস্যারা নিজেদের সমস্যা ও দাবি দাওয়ার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়াও সংগঠনটির সদস্য সদস্যারা নিজেদের ৬ দফা দাবি সন্মিলিত নিজেদের একটি দাবি পত্র পরেশ চন্দ্র অধিকারীর হাতে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শিক্ষা প্রতিমন্ত্রীকে

পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সভাপতি তাপস রায় বলেন ” পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে মোট ১০ হাজার পার্ট টাইম টিচার্স রয়েছেন। যাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের প্রয়োজনে নিয়োগ করেছে । তারা বিদ্যালয়ের স্থায়ী শিক্ষকদের মতোই বিদ্যালয়ের সব কাজের সাথে সম্পৃক্ত থাকেন। তাদের সর্বোচ্চ তিন হাজার টাকা অনারিয়াম দেওয়া হয়। কেউ কেউ হাজার বা দুই হাজার টাকা অনারিয়াম পান। অথচ দুর্ভাগ্যর বিষয় যে করোনা মহামারির সময় অনেক বিদ্যালয় এই শিক্ষক শিক্ষিকাদের অনারিয়াম টুকুও বন্ধ করে দিয়েছে। ফলে এই সব শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সংসার চালানো কষ্ট কর হয়ে যাচ্ছে। তাই ন্যায্য বেতন, স্থায়ীকরণ, চাকরিতে সিট সংরক্ষণ সহ বিভিন্ন দাবি দাওয়া আমরা মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী কে জানালাম। মন্ত্রী আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন । “

শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

More News –কোভিড বিধি মেনে নিয়ম রক্ষার রথযাত্রা ফালাকাটায়

পরের খবর- নেশা মুক্ত সমাজ গড়তে কালিয়াচকে বিশাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মালদাঃ-করোনা পরিস্থিতি ফলে বন্ধ ছিল খেলাধুলা সংস্কৃতির বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আর এর মধ্যেই মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কালিয়াচক থানার গোলাপগঞ্জের children’s ক্লাবের উদ্যোগে এক বিশাল ম্যারাথন দৌড় অনুষ্ঠানে অংশগ্রহণ করলো প্রায় দেড়শ জন প্রতিযোগী । কালিয়াচক বালিডাঙ্গা থেকে গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত ১০ কিলোমিটার এই ম্যারাথন দৌড়ের সূচনা হয়। পুরো রাস্তা জুড়ে দর্শকের উপচেপড়া ভিড় ছিল দেখার মতন। কালিয়াচক থানা সর্বাঙ্গিক ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান মালদা সাহাপুর এর ছেলে তিলক মন্ডল। দ্বিতীয় স্থান সুজন ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করেন দেবব্রত মন্ডল।

গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারের রাম চন্দ্র সাহা বলেন গোলাপগঞ্জ এলাকায় এমন ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। এরা আমাদের দেশের ভবিষ্যৎ এদের উৎসাহিত করুন আপনারা সবাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments