Saturday, April 20, 2024
Homeখেলাধূলারিচার শেষ লড়াই কাজে এল না, ইংল্যান্ডের কাছে ১১ রানে হারল ভারত

রিচার শেষ লড়াই কাজে এল না, ইংল্যান্ডের কাছে ১১ রানে হারল ভারত

রিচার লড়াই কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪০/‌৫ রান তুলতে সমর্থ হয় ভারত। ৩৪ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। গ্রুপ লীগের তৃতীয় ম্যাচে হরমনপ্রীত কাউররা খেলতে নেমেছিলেন গ্রুপের সবথেকে শক্তিশালী দল ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের ওপরই নির্ভর করছিল ভারতের গ্রুপ শীর্ষে থাকার ভাগ্য। কিন্তু ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ল ভারত। কাজে লাগল না রেণুকা সিংয়ের দুরন্ত বোলিং। টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। ড্যানিয়েল ওয়াটকে (‌০)‌ তুলে নেন রেনুকা সিং। তাঁর বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরেন রিচা ঘোষ। এক ওভার পরে আবার ধাক্কা রেনুকা সিংয়ের। এবার তাঁর শিকার ইংল্যান্ডের সবথেকে ভয়ঙ্কর ব্যাটার এলিসে ক্যাপসে (‌৩)‌। পঞ্চম ওভারে সোফি‌য়ে ডাঙ্কলেকেও (‌১০)‌ তুলে নেন রেনুকা। ৫ ওভারের ওভারের মধ্যে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এই সময় মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো বড় রান তুলতে পারবে না। কিন্তু পাল্টা প্রত্যাঘাত করেন ন্যাট স্কিভার, অধিনায়ক হিদার নাইট এবং উইকেটকিপার ব্যাটার অ্যামি জোন্স। এই তিনজনের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ইংল্যান্ড। ৪২ বলে ৫০ রান করেন ন্যাট স্কিভার। ২৩ বলে ২৮ রান করেন হিদার নাইট এবং ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যামি জোন্স। ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সোফি একলেস্টোন। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৫ উইকেট তুলে নেন রেনুকা সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাঁর জীবনের সেরা বোলিং। ১টি করে উইকেট নেন শিখা পাণ্ডে ও দীপ্তি শর্মা।জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলের ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। তৃতীয় ওভারে ক্যাথেরিন স্কিভারের বলে চার–চারটি বাউন্ডারি হাঁকান স্মৃতি। চতুর্থ ওভারের শেষ বলে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন লৌরেন বেল। তুলে নেন শেফালি ভার্মাকে (‌৮)‌। ভারতের রান তখন ২৯। ‌দশম ওভারের প্রথম বলেই আউট হন জেমাইমা রডরিগেজ (‌১৬ বলে ১৩)‌। পরের ওভারেই অধিনায়ক হরমনপ্রীত কাউরকে (‌৪)‌ তুলে নেন সারা গ্লেন। এরপর ভারতকে টেনে নিয়ে যান স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ। ১৬ তম ওভারের শেষ বলে স্মৃতি আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। ৪১ বলে ৫২ রান করে আউট হন স্মৃতি। রিচার লড়াই কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪০/‌৫ রান তুলতে সমর্থ হয় ভারত। ৩৪ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments