Thursday, April 25, 2024
Homeকলকাতারামকৃষ্ণ মিশনের আজ ১২৫ তম বর্ষপূর্তি, টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

রামকৃষ্ণ মিশনের আজ ১২৫ তম বর্ষপূর্তি, টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

১৮৯৭ সালের ১ মে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন৷ স্বামী বিবেকানন্দের হাতে প্রতিষ্ঠিত মিশন আজ ১২৫ বছর পূর্ণ করল৷ সেই উপলক্ষে রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে৷ তার মধ্যে রয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণ, ভক্তিগীতি, ধর্মসভা এবং নানাবিধ আলোচনা সভা৷ মূল মন্দিরের পাশে একটি বিশাল প্যান্ডেল করা হয়েছে৷ সেখানে ভক্ত সম্মেলন করেন মহারাজরা৷ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছে৷ প্রচুর ভক্ত সমাগম হয়েছে বেলুড় মঠে৷

ঐতিহাসিক দিনে ভক্তদের জন্য প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই আসতে পারবেন বলে মঠ সূত্রে জানানো হয়েছে। শনিবার প্রবল দুর্যোগের মধ্যেও বেলুড় মঠের তরফে এই অনুষ্ঠানের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়৷ তারপর আজ সকাল থেকে কোভিড বিধি মেনে মঠে প্রচুর ভক্ত সমাগম হয়৷ প্রত্যেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে হাজির হন৷ এক ভক্ত বলেন, ‘সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছিল ভক্ত সম্মেলন৷ সেখানে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, তারপর এত মানুষের কাছে মিশনের ভাবাদর্শ পৌঁছে যাওয়া নিয়ে আলোচনা করা হয়৷’ বিকেল ৪টে থেকে রয়েছে মূল উদ্বোধনী অনুষ্ঠান৷ সেখানে মঠের ভাবধারা, মানুষের জন্য কাজ করার যে স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখিয়েছিলেন সেই ভাবাদর্শকে সামনে রেখে মিশন কাজ করে চলেছে তার উপর আলোকপাত করা হবে৷

রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূর্তি টুইট করে ভক্ত ও মঠের সন্ন্যাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেখেন,  রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা এবং স্বামীজির বাণী ও বার্তা আমাদের অনুপ্রাণিত করুক৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments