Saturday, April 20, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়ি থানার উদ্যোগে সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠান

ময়নাগুড়ি থানার উদ্যোগে সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠান

ময়নাগুড়ি, ১ ডিসেম্বর : ময়নাগুড়ি থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষ্যে বুধবার ময়নাগুড়িতে অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান। এদিন পথবন্ধুদের পক্ষ থেকে একটি মোটর সাইকেল রেলি করা হয়। এর সাথে সাথে ময়নাগুড়ি মারওয়ারী জনকল্যাণ সমিতির ভবনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এরপর সেই ভবনেই চলে রক্তদান শিবির। এদিন মোট পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় বলে পুলিশ জানিয়েছেন। এছাড়াও ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে হেলমেট বিহীন গাড়ি চালকদের হেলমেট প্রদান এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের চারা গাছ বিলি করা হয়, গোলাপ ফুল, মিষ্টি প্রদান করা হয়। পথ চলতি মানুষদের মাস্ক তুলে দেওয়া হয় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে। এর সাথে সাথে পথ চলতি মানুষদের সচেতনতা মূলক লিফলেট বিলি করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি(ক্রাইম) বিক্রমজিত লামা, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ট্রাফিক ওসি বাল্মীকি লোহার, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া,ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ঝুলন সান্যাল, সদস্য মনোজ রায়, রামমোহন রায় সহ প্রমুখরা।এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ডিএসপি(ক্রাইম) বিক্রমজিত লামা বলেন, ” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলবে।ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস পর্যন্ত আমাদের এই শিবির চলবে। জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানা এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে ময়নাগুড়িতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments