Wednesday, April 24, 2024
Homeরাজনীতিমুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট,চাঁচলে আটক দুই নেতা

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট,চাঁচলে আটক দুই নেতা

চাঁচোল:- মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে চাঁচলে আটক কংগ্রেস ও সি পি আই এম এর দুই নেতা। এইসঙ্গে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে৷ শনিবার রাতে ধৃত দুই জন কে গ্রামের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা চাঁচল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সি পি এমের কর্মী শফিকুল আলম তারা তাদের ফেসবুক একাউন্টে এই ছবি পোস্ট করেন। গত কয়েকদিন ধরে তারা তাদের ফেসবুক প্রোফাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন। ওই পোস্টে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ।

পোস্টটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় তৃণমূল শিবিরে। এই নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হন চাঁচল ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার গতকাল সন্ধ্যে নাগাদ সি পি আই এম ও কংগ্রেসের দুই নেতাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে জানিয়ে চাঁচল থানার জড়ো হন কংগ্রেস ও সি পি আই এমের শতাধিক কর্মী ও সমর্থক। কথা বলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষের সঙ্গে।

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট,চাঁচলে আটক দুই নেতা

জেলা পুলিশের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জয়ী দিনহাটা, ফাইনালে প্রতিদ্বন্দী সাহেবগঞ্জ

টোল প্লাজা নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের, দিতে হবে না অতিরিক্ত টাকা

রাজ্যের পৌরসভার চেয়ারম্যানদের নামের চূড়ান্ত তালিকা, কে হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments