Wednesday, April 24, 2024
Homeমালদামালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টে নেই কোন পজিটিভ

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টে নেই কোন পজিটিভ

২৮ জুন,যুবরাজ ত্রিবেদী,মালদা:

করোনার দ্বিতীয় ঢেউ এ শূন্য হলো মালদা জেলা। রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপরে জে অ্যান্টিজেন ও আর্টিপিসিআর টেস্টে করা হয়েছিল তাদের মধ্যে কারো করোনা রিপোর্ট পজিটিভ হয়নি। তবে সচেতন এখনো থাকতে হবে জেলাবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশের সাথে মালদা জেলাতে ও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। ধীরে ধীরে করোনার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। প্রায় তিন মাস পর করোনা শূন্য হল মালদা জেলা। তবে একদিনের রিপোর্টে করণা শূন্য হলো মালদা জেলা।এখনো মানুষকে সচেতন থাকতে হবে কারণ করোনা এখনো সম্পূর্ণভাবে নির্মূল হয়নি।

সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিভাগের ৩ জন রোগীর চিকিৎসা চলছে। রবিবার ৭০ জনের করোনার পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে একজনের ও করো না পজিটিভ আসেনি। তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছে জেলাবাসী। তবে এখনো জেলাবাসীকে সচেতন থাকতে হবে।

অনান্য খবর- হুল দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করণদিঘির আলতাপুর হাই স্কুলে

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টে নেই কোন পজিটিভ

জেলা জুড়ে রক্তসংকট মেটাতে দিনহাটা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশন এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডা: অজয় মণ্ডল,এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সিদ্ধেশ্বর সাহা, ছাত্রছাত্রীদের মধ্যে ধৃতিমান চৌধুরী, শুভ্রদীপ সাহা, সৌম্যদীপ সাহা, প্রমূখ। সংস্থার তরফে জানা গেছে ওইদিন সিদ্ধেশ্বর সাহা মহাশয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে তাদের এই রক্তদান শিবির আয়োজন ছিল। এদিনের শিবিরে ৪জন মহিলা সহ ৪০ জন রক্তদান করেন। সেই রক্ত সংগ্রহ করে দিনহাটা ব্লাড ব্যাংক।

অনান্য খবর- বাজারে এল এবার ‘ খেলা হবে ‘ চাল ,পড়ুন

শিবিরে উপস্থিত হয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল বলেন, সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবকমূলক কর্মকান্ডের সাথে যুক্ত। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই , আগামীতেও তারা এভাবেই এগিয়ে চলুক এই আশা রাখি। সংস্থার প্রাক্তন ছাত্র ধৃতিমান চৌধুরী বলেন, শিক্ষক মহাশয় এর ৫২ তম জন্মদিনটি বিশেষভাবে উদযাপন করতে আমরা এই উদ্যোগ নিয়েছি । আমরা জানি রক্তদান মহৎ দান তাই এই মহতী উদ্যোগ নিয়ে আমাদের প্রিয় শিক্ষকের জন্মদিন টি পালন করলাম। শিবিরে মোট ৪০ জন রক্তদান করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments