মালদায় রাহুল গান্ধীর গাড়ি ভাঙচুর, ব্যাপক উত্তেজনা

মালদাতে রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাচ ভাঙল। এদিন দেওয়ানগঞ্জের কাছে এই ঘটনা ঘটেছে। একটি কালো একটি গাড়িতে ছিলেন ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়ির পিছনের কাচটি ভেঙে যায়।

এই ঘটনায় গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ করেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব। সেখানে রাহুল গান্ধীকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলা হয়েছে। আমি গাড়ির মধ্যে ছিলাম। পেছন থেকে কেউ ঢিল মেরেছে হয়তো।রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। কোথা থেকে ইট ছোড়া হয়েছে জানি না।’

ঠিক কী ঘটেছিল?
এদিন রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সেই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। হাসিমুখেই গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাগাকে। জানা গিয়েছে সেই সময় মধ্যাহ্নভোজ সারতে যাচ্ছিলেন রাহুল গান্ধী।

এই বিষয়ে ঠিক কী বলেছেন অধীর চৌধুরী?
ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘যারা কাচ ভাঙার তারাই ভাঙছে। আমরা যেখানে এসেছি যেখানে শিবির করেছি সেখানেই জায়গা পাচ্ছিলাম না। খেয়েই তো তিনি বেরিয়ে যাবেন। কিন্তু, ভালুকার সেচ দফতরের বাংলোতে আমরা অনুমতি চেয়েছিলাম। তা মেলেনি। রাস্তায় রাহুল গান্ধী যাবেন বলে পতাকার বদলে পতাকা, ছবির উপর ছবি। অসহযোগিতা, বিরোধিতা এবং সংকীর্ণতা চলছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও কাউকে অবজ্ঞা করি না। রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। সভা করতে দেওয়া হচ্ছে না। কে ঢিল মেরেছে তা জানি না। গাড়ির মধ্যে ছিলাম। কেউ হয়তো পিছন থেকে ঢিল মেরেছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles