Friday, April 26, 2024
Homeধুপগুড়িমায়েদের পা ধুইয়ে পায়েস খাওয়ালো পড়ুয়ারা। অভিনব উদ্যোগে মা দিবস পালন

মায়েদের পা ধুইয়ে পায়েস খাওয়ালো পড়ুয়ারা। অভিনব উদ্যোগে মা দিবস পালন

ধুপগুড়ি: আজ ৮ ই মে, আন্তর্জাতিক মা দিবস। সেই দিবসকে সামনে রেখে আগের দিন অর্থাৎ গতকাল মা পূজার আয়োজন হল ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার বিদ্যালয়ে দেখা গেল চেয়ারে সারিবদ্ধ ভাবে বসে রয়েছেন মায়েরা। আর তাদের সামনে নীচে বস্তায় বসে রয়েছেন তাদের সন্তানরা। এরপর মায়েদের পা ধুইয়ে মুছে দিলেন সন্তানরা। এরপর হাতজোড় করে শপথ করল সবাই। ” আমি সারাজীবন মা- বাবাকে ভালোবাসব। তাদের দেখাশোনা করব।” এরপর মায়েদের পায়েস খাইয়ে দেয় সন্তানরা। তারপর সন্তানদের পায়েস খাইয়ে দেয় মায়েরা। এভাবেই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা একে একে তাদের মায়েদের শ্রদ্ধা জানালেন।

এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাক বলেন, ” আমি একটি পত্রিকায় পড়েছিলাম যে ইন্দোনেশিয়ার প্রত্যেকটি বিদ্যালয়ের এই ধরনের অনুষ্ঠান করা হয় এবং ইন্দোনেশিয়াতে কোন বৃদ্ধাশ্রম নেই। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমাদের বিদ্যালয় এই ধরনের অনুষ্ঠান করব। প্রতিবছর আমরা এধরণের অনুষ্ঠান করব।” অভিনব এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে এলাকার মানুষেরাও

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments