Thursday, April 25, 2024
Homeদিনহাটামাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগ থেকে মিলল কাঁচি,লাইটার,নেশা জাতীয় দ্রব্য

মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাগ থেকে মিলল কাঁচি,লাইটার,নেশা জাতীয় দ্রব্য

আজ দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে এক পরীক্ষার্থীর ব্যাগ থেকে মিলল কাঁচি, লাইটার এবং নেশাজাতীয় দ্রব্যাদি এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল এই একই বিদ্যালয়ে ঢোকার মুখে পুলিশের কাছে মোবাইল নিয়ে আটক হয়েছিলেন এক ছাত্র। পুলিশের কড়া নিরাপত্তা আরো একবার চোখে পড়ল। গতকালের ঘটনার পর আজ এক ছাত্র যখন পরীক্ষাকেন্দ্রে ঢুকছিল সেই সময় তাঁর ব্যাগ চেক করলে কাঁচি লাইটার নেশাজাতীয় দ্রব্য (খৈনি) পাওয়া যায়। এরপর ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এগুলো সে ব্যবহার করত। যুবসমাজ যেভাবে নেশার ঘোরে দিনদিন ডুবে যাচ্ছে তারই প্রমাণ মিলল আজ। একজন ছাত্র কিভাবে পরীক্ষা কেন্দ্রে কাঁচি লাইটার নেশা জাতীয় দ্রব্য নিয়ে ঢুকতে পারে এ নিয়েও আলোড়ন তৈরি হয়েছে। বিষয়টি ভালোভাবে নিচ্ছেননা শিক্ষানুরাগীরা। যদিও পুলিশের এই কড়া নিরাপত্তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

বিশিষ্ট শিক্ষক সৈকত সরকার বলেন, “এটা কখনোই কাম্য নয়। এই সমস্ত জিনিস কখনোই আশা করি না আমরা। আজকে তার মানসিকতা থাকবে যে ভালোভাবে পরীক্ষা দেব এবং জীবনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী আমাকে অনেক উঁচু জায়গায় যেতে হবে। শিক্ষার জায়গায় ঘাটতি রয়েছে বলে আমি মনে করি”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments