Thursday, April 25, 2024
Homeকোচবিহারমাথাভাঙ্গায় রাস্তা সংস্কারের দাবিতে ফের পথ অবরোধে সামিল আইএনটিটিইউসি

মাথাভাঙ্গায় রাস্তা সংস্কারের দাবিতে ফের পথ অবরোধে সামিল আইএনটিটিইউসি

রাস্তা সংস্কারের দাবিতে ফের পথ অবরোধে সামিল আইএনটিটিইউসি। পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেহাল রাস্তাটি কে সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছে আইএনটিটিইউসি। মঙ্গলবার সকালে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের ধরলা সেতু সংলগ্ন এলাকায় পথ অবরোধ করল আইএনটিটিইউসি। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার হোসেন জানান,টালা বাহানায় দীর্ঘদিন ধরে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোন কাজ হয়নি। ১৫ দিন আগে পথ অবরোধ করা হলেও প্রশাসনের প্রতিশ্রুতি মতো কাজ হয়নি। তাই এদিন ফের একই জায়গায় পথ অবরোধ করা হয়। শীঘ্রই রাস্তাটি সংস্কার করা না হলে এবার বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান তিনি। এর পাশাপাশি শীতলকুচি বিধায়ক বরেন চন্দ্র বর্মন এবং সাংসদ নীশিথ প্রামাণিককে এক হাত নিয়েছেন। তিনি বলেন, ভোট নিয়ে পালিয়েছে বিধায়ক এবং সাংসদ। এনারা এলাকার কোনো উন্নয়ন করেনি। বিধায়ক এবং সাংসদ উন্নয়ন তহবিলের অর্থ কোথায় যায় তার হিসাব চান তিনি। বিধায়ক বরেন চন্দ্র বর্মন জানান, বিধায়কের তহবিল থেকে তৃণমূল কাজ করতে দেয়না। যদিও এবিষয়ে সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কবে রাস্তাটি সংস্কার করা হবে সেটার দিকে তাকিয়ে রয়েছেন শীতলকুচিবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments