Friday, April 19, 2024
Homeদেশমাতঙ্গিনী হাজরা অসমের স্বাধীনতা দিবসে মোদীর বেফাঁস মন্তব্যে তুলকালাম

মাতঙ্গিনী হাজরা অসমের স্বাধীনতা দিবসে মোদীর বেফাঁস মন্তব্যে তুলকালাম

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বেফাঁস মন্তব্য। ‘অসমে মাতঙ্গিনী হাজরার পরাক্রম’, এই মন্তব্যকরে কেন্দ্র করে চলছে তোলপাড়। পশ্চিমবঙ্গের তমলুকের হোগলা গ্রামে জন্মগ্রহণকরা এই স্বাধীনতা সংগ্রামীকে কেন অসমের বলে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী? স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদীর বক্তব্যে কেন এই বিভ্রান্তিকর তথ্য? ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্নের ঝড় উঠতে শুরু করেছে। স্বাধীনতা দিবসের দিন কোটি কোটি দেশবাসীর উদ্দেশ্যে রাখা বক্তব্যে মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে সম্বোধন করায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের বাসিন্দারা।

নিজের বক্তব্যে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? তিনি বলেন, ‘অমৃত মহোৎসবের এই পবিত্র মুহূর্তে দেশের জন্য বলিদান দেওয়া, লড়াই করা বীর-বীরাঙ্গনাদের প্রণাম করছে দেশবাসী। স্বাধীনতার জন্য সর্বস্ব বলিদান দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, চন্দ্র শেখর আজাদ হোক, আসফাকউল্লা খান, রানি লক্ষ্মীবাঈ হোক বা রানি গাইডিনলিউ হোক বা অসমে মাতঙ্গিনী হাজার পরাক্রম হোক…সবাইকে আজ দেশবাসী মনে করছেন। দেশবাসী তাঁদের কাছে ঋণী।’

মাতঙ্গিনী হাজরা অসমের স্বাধীনতা দিবসে মোদীর বেফাঁস মন্তব্যে তুলকালাম

এরপরেই বিতর্ক তুঙ্গে ওঠে। মাতঙ্গিনী হাজরা প্রসঙ্গে এই বিভ্রান্তিকর তথ্য দেওয়া নিয়ে রোষ নেটনাগরিকদের একাংশের মধ্যে। এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। স্বাধীনতার জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছে বাঙালি। ইতিহাস বিকৃত করা BJP-র DNA-র মধ্যে রয়েছে। নতুন করে ভারতের ইতিহাস লেখার অপপ্রচেষ্টা করছে BJP। এটা বাংলা এবং বাঙালির চূড়ান্ত অপমান।’

Read More –আলিপুরদুয়ার ২নং ব্লকে মৃতের জমি দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

আলিপুরদুয়ার ২নং ব্লকে মৃতের জমি দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, যুব সভাপতি কমলেশ অধিকারী

এই প্রসঙ্গে টুইটে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘মাতঙ্গিনী হাজরা অসমের? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। আপনি শুধুমাত্র একটি লেখা নাটক করে পড়েছেন মাত্র। এটা বাংলার জন্য অপমান। আপনার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আসা করছিল পূর্ব মেদিনীপুরের গদ্দাও এই মন্তব্যের বিরোধিতা করবেন।’

এদিকে, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এই ধরনের ছোটখাটো ভুুল হতে পারে। এই নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments