Thursday, April 18, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়িতে অবিরাম বৃষ্টি, প্লাস্টিকের মোরকে আটকে কোজাগরী, বিপাকে মৃৎশিল্পীরা

ময়নাগুড়িতে অবিরাম বৃষ্টি, প্লাস্টিকের মোরকে আটকে কোজাগরী, বিপাকে মৃৎশিল্পীরা

ময়নাগুড়ি, ১৯ অক্টোবর: সোমবার রাত থেকেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়েছে পূর্বালি হওয়ার সঙ্গে লাগাতার বৃষ্টি। কোজাগরী লক্ষ্মী পূজার শেষ বাজার পন্ড করে দিলো বৃষ্টি। যার জেরে মৃৎ শিল্পীদের মাথায় হাত। অন্যদিকে পুজোর আয়োজন করতে ব্যর্থ গৃহবধূরা।

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে চলছে বৃষ্টি।আর এতেই সব থেকে বেশি সমস্যায় পরতে হয়েছে, লক্ষী পুজোর বাজারের ক্রেতা থেকে বিক্রেতাদের । বিভিন্ন স্থানে প্লাস্টিকের মোড়কে আটকে আছেন মা লক্ষী, পুজোর সরঞ্জাম কিনতে আসা সাধারণ ক্রেতাগণ ভিজে ভিজেই সেরে নিচ্ছেন কোজাগরী লক্ষী পুজোর আয়োজন। যদিও খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে এক প্রকার কাক ভেজা হয়েই লক্ষী পুজোয় অপরিহার্য নানান সামগ্রী নিয়ে ক্রেতাদের অপেক্ষায় রয়েছে গ্রাম গ্রামাঞ্চল থেকে আসা ছোটো ব্যাবসায়ীরা। কিন্তূ অবিরাম বৃষ্টির ফলে ময়নাগুড়ি বাজার প্রায় মানব শূন্য অবস্থা। একদিকে বৃষ্টির জেরে লক্ষ্মী প্রতিমার বিক্রি যেমন কমেছে। তেমনি বাড়ির গৃহ বধূরা কি করে পুজোর আয়োজন করবেন তা নিয়েও চিন্তিত তারা। এই বৃষ্টির মাঝেই ক্রেতারা পূজার সামগ্রী কিনতে আসলেও জিনিস পত্রের দাম বেশি আছে বলেও অভিযোগ করেন। ময়নাগুড়ির এক ক্রেতা হলধর রায় বলেন, ” পুজো তো করতেই হবে তাই বৃষ্টিকে উপেক্ষা করেই বাজারে এসেছি। তবে জিনিস পত্রের দাম একটু বেশি আছে।”এক মৃৎ শিল্পী তরুণ পাল বলেন," বৃষ্টির কারণে বাজারে মানুষ জন খুব কম। তাছাড়া এই বৃষ্টিতে প্লাস্টিক পেঁচিয়ে প্রতিমা গুলিকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তূ অনেক প্রতিমা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে লোকসান হবে এবার।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments