Friday, April 19, 2024
Homeখেলাধূলাভারতীয় ক্রিকেট পেল নতুন অধিনায়ক! ওয়ানডেতে বিরাট এর বদলে রোহিত

ভারতীয় ক্রিকেট পেল নতুন অধিনায়ক! ওয়ানডেতে বিরাট এর বদলে রোহিত

লক্ষ্য ২০২৩ এর বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলে বড় পরিবর্তন ঘটাল BCCI। একদিনের ক্রিকেটে নতুন অধিনায়ক করা হল রোহিত শর্মাকে ( Rohit Sharma)। দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছিল। এবার তাতে সিলমোহর দিল বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই শুরু হবে রোহিতের অধিনায়কত্বের মেয়াদ। ফলে একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেট দুটোরই অধিনায়ক হলেন রোহিত শর্মা। বিরাট ( Virat Kohli) শুধু থাকবেন টেস্ট অধিনায়ক হিসেবে। টেস্টে সহ অধিনায়ক হলেন রোহিত শর্মা।

বোর্ডের সূত্রে খবর, BCCI চায় সাদা বল ও লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক হোক। সেইজন্যই এই সিদ্ধান্ত। টি-২০ বিশ্বকাপের পরে টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাসও করেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ তে উড়িয়ে দিয়েছে ভারত। এবার রোহিতের উপরেই ভরসা রাখতে চাইছে বোর্ড।

২০১৯ ও ২০২১। এই দুটো বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। এরমাঝে ২০২০ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও ছিল। কিন্তু কোনওটাতেই ট্রফি জিততে পারেনি। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে দলের হতশ্রী পারফরমেন্স হয়েছে। দলে একাধিকবার বিরাটের সিদ্ধান্ত থেকে শুরু করে মাঠে ও মাঠের বাইরে তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরাটের টি-২০ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ভারতীয় দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠেছিল।

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল একদিনের ক্রিকেটে অধিনায়কত্বও যেতে পারে বিরাটের হাত থেকে। যদিও সব সূত্র ছিল। এবার তাই সত্যি হল। বোর্ডের সভায় আজ এই সিদ্ধান্ত হয়। এরফলে আর কোনও বিশ্বকাপে অধিনায়কত্ব করার সুযোগ রইল না বিরাটের সামনে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments