Friday, April 26, 2024
Homeজলপাইগুড়িভবঘুরে এবং হাসপাতালের রোগীর পরিজনদের খাবার তুলে দিল জলপাইগুড়ির "উই কেয়ার ফাউন্ডেশন"

ভবঘুরে এবং হাসপাতালের রোগীর পরিজনদের খাবার তুলে দিল জলপাইগুড়ির “উই কেয়ার ফাউন্ডেশন”

মেঘাদ্রী রায়,জলপাইগুড়িঃ

করোনা পরিস্থিতিতে পিছিয়ে নেই জলপাইগুড়ির উই কেয়ার ফাউন্ডেশনের। প্রতিদিন রাতে উই কেয়ার ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন ভবঘুরে ও হাসপাতালের রোগীর পরিজনদের হাতে রাতের খাবার তুলে দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ্য থেকে। খাবারের মেনুতে থাকছে ভাত, ডিম ও একটি তরকারি।। মূলত লকডাউনকে কেন্দ্র করেই তাদের এহেন উদ্যোগ। শহরে দিনবাজার, রায়কতপাড়া, ডিবিসি রোড, স্টেশন চত্বরে খুঁজে খুঁজে ভবঘুরে দের হাতে খাবার তুলে দেন তারা। সংগঠনের সদস্য ধীরাজ ঘোষাল বলেন, লকডাউন এর জন্য হোটেল, বাজার সবই বন্ধ যার ফলে সমস্যায় পড়েছেন শহরের হাসপাতালে থাকা রোগীর পরিজনরা। এছাড়াও ভবঘুরেদের পরিস্থিতিও শোচনীয়। তাদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ।। লকডাউন যতদিন চলবে ততদিনই এই কর্মসূচী অব্যাহত থাকবে।। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভময় ধর, তুষার রাউত, শুভঙ্কর রায়, চয়ন ঘোষাল, নিলোতপাল রায়, বিষ্ণু রায় ও বিশ্বজিত রায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments