টিভি চ্যানেলের এক সাংবাদিকের বিরুদ্ধে যুব তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের। দিনহাটায় যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল। অভিযোগে বলা হয়ে, ওই সাংবাদিক সংবাদ পরিবেশনের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন। মঙ্গলবার দুপুরে দিনহাটা থানায় এই অভিযোগ করেন দিনহাটা যুব তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ওই সাংবাদিকের প্রতিবেদন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে এমন বিষয়বস্তু বহন করছে। এমতাবস্থায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হল। উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ছাড়াও অন্যান্য নেতৃত্ব।