Saturday, April 20, 2024
Homeপশ্চিম মেদিনীপুরবৃষ্টিতে দুইদিন ধরে জলমগ্ন ধানজমি, চিন্তায় কেশপুরের ধান চাষীরা

বৃষ্টিতে দুইদিন ধরে জলমগ্ন ধানজমি, চিন্তায় কেশপুরের ধান চাষীরা

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্টঃ

অতি ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ধান চাষ করে ভালো লাভের মুখ দেখতে চেয়ে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ধান চাষীরা। কিন্তু পাকা ধানে মই দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার ধান চাষ! প্রসঙ্গত গত দুইদিন ধরে নিম্নচাপের ফলে জলমগ্ন ধানিজমি গুলি, ধান কাটা হয়ে মাঠে পড়ে রইল জলমগ্ন অবস্থায়, ফলে ক্ষতির মুখে এলাকার চাষিরা, এমনই ছবি লক্ষ্য করা গেল তোড়িয়া এলাকায়।

এই সম্বন্ধে হরিপদ বাঘ বলেন বহু বাধা বিপত্তি কাটিয়ে ভালো ফলনের আশায় লাগিয়েছিলাম ধান, কিন্তু গত দুইদিনের বৃষ্টিপাতের ফলে ধান চাষের মাঠ জলমগ্ন।

অধিকাংশ ফসলই নষ্ট, হলে চিন্তাই মাথায় হাত এলাকার চাষীদের, এমতো অবস্থায় সরকারি সাহায্য না পেলে হয়তো আরো দুর্ভোগ আসতে পারে ওই সমস্ত চাষীদের এমনটাই মনে করছে এলাকার চাষিরা।

অপরদিকে বুলু মিদ্যা জানান এই ভাবে বৃষ্টি হলে ছেলে মেয়ে নিয়ে ধা খেতে পেয়ে দিন কাটাতে হবে। আমরা খুব চিন্তিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments