Thursday, April 25, 2024
Homeকোচবিহারবিশ্ব নারী দিবস পালিত হল মাথাভাঙ্গায়

বিশ্ব নারী দিবস পালিত হল মাথাভাঙ্গায়

কাজল রায়, মাথাভাঙা, আজ 8 ই মার্চ বিশ্ব নারী দিবস। এদিনটি মাথাভাঙ্গার বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে।মাথাভাঙ্গা মহিলা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সমস্ত মহিলাদের নিয়ে একটি র্যালি মাথাভাঙ্গা পঞ্চানন মোড় মাতৃ আশ্রয়ে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত ছিলেন শীতলকুচি প্রাক্তন বিধায়ক তথা কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন, মাথাভাঙ্গা মহিলা সমাজ কল্যাণ সংঘের সম্পাদিকা অঙ্কিতা দেব, মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির নারী শিশু ও সমাজকল্যাণ কর্মদক্ষ কল্যাণী রায়, মজিবুল আহমেদ সহ অন্যান্য অতিথি বৃন্দ । বিশ্ব নারী দিবস উপলক্ষে মাথাভাঙ্গা মহিলা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে এদিন পঞ্চানন মোড় সংলগ্ন মাতৃ আশ্রয়ে দুস্থ মহিলাদের হাতে প্রায় দেড়শ জন মহিলা দের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং পরিশেষে ঐ সমস্ত দুঃস্থ মহিলাদের দুপুরে পেটপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মাথাভাঙ্গা মহিলা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা স্বর্গীয় কল্পনা বর্মন এর হাতে তৈরি এই সংস্থাযাতে ধারাবাহিকভাবে চলতে থাকে তার জন্য তার পুত্রবধু অঙ্কিতা দেবের হাতে সংস্থার কার্যভার নস্ত হয়ে। প্রতিবছরের মতো এবছরও বিশ্ব নারী দিবস পালন করা হয়েছে।অঙ্কিতা দেবী বলেন ভবিষ্যতে বিভিন্ন সমাজ সেবায় কাজ কর্মের পাশাপাশি বিশ্ব নারী দিবস যেভাবে হয়ে থাকে তা ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানান।এদিন দুষ্ট মহিলারা হাতে বস্ত্র এবং দুপুরের আহার পেয়ে পেটপুরে খেতে পেরে ভীষণ খুশি হয়েছেন। পাশাপাশি এদিন মাথাভাঙ্গা 1 নং ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিশ্ব নারী দিবস পালিত হয়।এদিন এই অনুষ্ঠানে মাথাভাঙ্গা 1 নং ব্লকের সিডিপিও নীল রতন হালদার বলেন, শুধু মাথা ভাঙ্গায় নয় মাথাভাঙা দুই নং ব্লকের বিভিন্ন স্থানে বিশ্ব নারী দিবস পালিত হবে।সব মিলিয়ে মাথাভাঙা মহাকুমার বিশ্ব নারী দিবস জাঁকজমক এবং যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments