বিরল রোগে আক্রান্ত দিনহাটার পেটলার ছোট্ট সুরিয়। চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা। অভাবের সংসারে এত্ত টাকা কিভাবে আসবে, চিন্তায় মাথায় হাত পড়েছে বয়স ৪ এর ছোট্ট সুরিয়ার দাদু দিদার।
কোচবিহার জেলার দিনহাটার পেটলা খারিজা পানা কুড়ি গ্রামে দাদু দিদার সঙ্গে থাকেন মারণ রোগে আক্রান্ত ছোট্ট সুরিয়া সুলতানা। ডাক্তাররা জানিয়েছেন, তার মস্তিষ্কে জল জমেছে। চিকিৎসার জন্য প্রয়োজন ১০-১২ লক্ষ টাকা। বাবা মা কর্মক্ষেত্রে ভিন রাজ্যের কাজ করেন পরিযায়ী শ্রমিকের।
সুরিয়ার দিদা লাভলী বিবি জানান, জন্মের পর থেকেই ওর সমস্যা। ডাক্তার বলেছে ব্রেনে জল জমেছে, হাঁটতে পারে না বসতে পারে না, খাওয়া-দাওয়ায় সমস্যা, চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। অনেক টাকা খরচ করেছি, ওকে খাওয়ানোর মতো এখন টাকা নেই। চিকিৎসার জন্য ১০ লক্ষ প্রয়োজন, এত টাকা কিভাবে পাব জানিনা। তাই সকলের কাছে আবেদন আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন।
উত্তরের সংবাদের মাধ্যমে আমাদেরও আবেদন আপনারা সামর্থ্য মত ওই পরিবারের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসুন