Friday, March 29, 2024
Homeকোচবিহারবিতর্কের অবসান, নাজিরহাট গ্রাম পঞ্চায়েত প্রধানকে ১০দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ

বিতর্কের অবসান, নাজিরহাট গ্রাম পঞ্চায়েত প্রধানকে ১০দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ

রাহুল দেব বর্মন এর রিপোর্টঃ অবশেষে মিটল ঝামেলা, নাজিরহাট পঞ্চায়েত প্রধানকে ১০দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ ব্লক সভাপতির। গত ১১জুন দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রেহেনা সুলতানার বিরুদ্ধে অনাস্থার অভিযোগ এনে সাহেবগঞ্জ বি ডি ও রস্মিদীপ্ত বিশ্বাসকে লিখিত অনাস্থা স্বারকলিপি প্রদান করেন। এরপর গত ২৫ শে জুন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ সহ ব্লক তৃণমূল দলীয় নেতৃত্বদের নিয়ে আলোচনায় সিদ্ধান্ত হয় যে দিনহাটা বিধানসভা উপ নির্বাচন না হওয়া অবধি বর্তমান প্রধান বহাল থাকবেন। কিন্তু এরপরেও গতকাল অনাস্থা জানানো ৯ পঞ্চায়েত সদস্য দিনহাটা ২ নম্বর ব্লক বি ডি ও অফিস সাহেবগঞ্জে বিডিও সাহেবের কাছে স্বাক্ষর ভেরিফিকেশন করতে গেলেও ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। তবে দলীয় নেতৃত্ব বারংবার বর্তমান প্রধান রেহেনা সুলতানাকে সকলের সাথে ভুল বোঝা বুঝি ভুলে গিয়ে কাজ করার কথা বলেছিলেন তথাপিও সেই কাজ না হওয়ায়।

বিতর্কের অবসান, নাজিরহাট গ্রাম পঞ্চায়েত প্রধানকে ১০দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ

Read More –রাজ্যে মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুলের ৪জন পেল সর্বোচ্চ ৬৯৭ নম্বর

NHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট, তালিকায় নাম উদয়ন-জ্যোতিপ্রিয়-শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর

মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে রাজ্য সম্ভাব্য চতুর্থ স্থান বামনহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র

রাজ্যে মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুলের ৪জন পেল সর্বোচ্চ ৬৯৭ নম্বর

শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

আজ দিনহাটা শহরের পৌরসভা ভবনে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূলের দলীয় নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় ও প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল সহ সভাপতি উদয়ন গুহ। বৈঠক শেষে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ব্লক তৃণমূল সভাপতি বিষ্ণু কুমার সরকার এই নির্দেশিকা জারি করেন। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ১০ দিনের মধ্যে প্রধান রেহেনা সুলতানা যেন পদত্যাগ করেন। এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি বিষ্ণু কুমার সরকারকে ফোন করা হলে জানান দলীয় নেতৃত্বদের সিদ্ধান্ত নিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের ধারণা দিনহাটা বিধানসভা উপ নির্বাচনের আগে শাসকদলের গোষ্ঠীকোন্দল বেড়ে না যায় সেই রাশ টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments