Thursday, April 25, 2024
Homeদেশবিজেপির ‘স্নেহ যাত্রা’ কর্মসূচি! ‘পাসমান্দা’ মুসলিমদের কাছে টানতেই এই উদ্যোগ বলে সূত্রের...

বিজেপির ‘স্নেহ যাত্রা’ কর্মসূচি! ‘পাসমান্দা’ মুসলিমদের কাছে টানতেই এই উদ্যোগ বলে সূত্রের খবর

জুলাই মাসে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Assembly)। তার পরই বিজেপি (BJP) দেশজুড়ে ‘পাসমান্দা’ মুসলমানদের কাছে টানতে ‘স্নেহ যাত্রা’ কর্মসূচি গ্রহণ করতে চলেছে। পার্সি শব্দ ‘পাসমান্দা’ বলতে মুসলিম সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকেই বোঝানো হয়। এবং তারাই মুসলিম সম্প্রদায়ের প্রায় ৮০ শতাংশ জুড়ে রয়েছে।

হায়দরাবাদে সদ্যসমাপ্ত বিজেপির জাতীয় কর্মসমিতির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কাছে টানার কথা বলেছিলেন। সেই নির্দেশ মেনেই বিজেপি পাসমান্দা মুসলিমদের দিকে নজর দিতে চলেছে বলেই বিজেপি সূত্রের খবর। সাম্প্রতিককালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দু’টি লোকসভা কেন্দ্র রামপুর ও আজমগড় উপনির্বাচনে বিজেপি ভাল ফল করেছে। সূত্রের খবর, জাতীয় কর্মসমিতির বৈঠকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং সেই সংক্রান্ত একটি রিপোর্ট তুলে ধরেন। তাতে বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে বেশ বড় অংশই মুসলিম সম্প্রদায় থেকে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

নন্দিতা রায় এর রিপোর্ট,নয়াদিল্লি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments