Tuesday, April 23, 2024
Homeকোচবিহারপ্রয়াত কোচবিহার যুব তৃণমূল সভাপতি বিষ্ণুব্রত বর্মন প্রথম প্রয়াণ দিবস পালিত হল...

প্রয়াত কোচবিহার যুব তৃণমূল সভাপতি বিষ্ণুব্রত বর্মন প্রথম প্রয়াণ দিবস পালিত হল কোচবিহারে

কোচবিহারঃ ২০২০ আজকের দিনে করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন কোচবিহার জেলা তৃণমূলের যুব সভাপতি বিষ্ণু ব্রত বর্মন। তার প্রথম প্রয়াণ দিবসে সসম্মানে শ্রদ্ধা জ্ঞাপন করল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এর উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। পার্থ প্রতিম রায় এর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, কোচবিহার পৌরসভার পৌর মন্ডলীর সদস্য আমিনা আহমেদ সহ বিষ্ণু বাবুর পরিবারের সদস্যরা। পার্থ প্রতিম রায় বলেন, শুধু রাজনৈতিক আঙিনায় নয় বিষ্ণু দা ক্রীড়া জগতের অন্যতম নাম ছিল। তার অনুপস্থিতি রাজনীতি সহ ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি।

প্রয়াত কোচবিহার যুব তৃণমূল সভাপতি বিষ্ণুব্রত বর্মন প্রথম প্রয়াণ দিবস পালিত হল কোচবিহারে

Read More –চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক

ঈদ উপলক্ষ্যে কোচবিহারে ভবঘুরেদের রাতের আহার এর ব্যবস্থা করল ছাত্র মুর্তাজা আলি

রাজ্যে মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুলের ৪জন পেল সর্বোচ্চ ৬৯৭ নম্বর

বাধাপ্রাপ্ত রবীন্দ্রনাথ, বিতর্কিত মন্তব্যে বাড়িতে ঢুকতে দিলেন না পার্থপ্রতিম রায়ের বাবা

আরও খবর পড়ুন …….

কোচবিহার :- বীর চিলা রায় জন্মদিন উপলক্ষে সর্বভারতীয় ভাবে ছুটি ঘোষণা করতে হবে। এছাড়া মোট ছয় দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার জেলা শাসক মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠালো কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কোচবিহার । কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কোচবিহার পক্ষ থেকে এদিন কোচবিহার সাগরদিঘী থেকে একটি মিছিল করে জেলা শাসক দপ্তরে পৌঁছায় । জেলাশাসক দপ্তরের সামনে তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখানো পাশাপাশি জেলাশাসক এর সাথে দেখা করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠান । তাদের দাবি কামতাপুর ভাষাকে মান্যতা দিতে হবে । এছাড়া বির চিলা রায় একজন আন্তর্জাতিক পর্যায়ের বীর। সেই মোতাবেক তার জন্মদিন সর্বভারতীয় ছুটি ঘোষণা করতে হবে । এছাড়া উত্তরবঙ্গের মানুষকে সুস্থ চিকিৎসা পরিষেবার জন্য বাইরে যেতে হয়। উত্তরবঙ্গে স্থাপনা করতে হবে। একই সাথে বির চিলারাই এর নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার দাবি জানান তারা। একই সাথে তারা বলেন কামতাপুর যে আন্দোলন চলছে। সেই সমস্যার রাজনৈতিকভাবে সঠিক সমস্যার সমাধান করা হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments