Friday, April 26, 2024
Homeমালদাপ্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, সরকারি বিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, সরকারি বিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

ভর্তিতে পড়ুয়াদের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ সরকারি বিদ্যালয়ে, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

মালদা:পড়ুয়াদের বার্ষিক ভর্তিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে ধরে ক্ষোভ বিক্ষোভ গ্রামের অভিভাবকদের। ঘটনায় চাঞ্চল্য মালদা জেলার মানিকচক ব্লকের পশ্চিম নারায়নপুর হাই স্কুলে।স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক বছর ধরে পশ্চিম নারায়নপুর হাই স্কুল কর্তৃপক্ষ বার্ষিক ভর্তির টাকা সরকারি নির্দেশকে উপেক্ষা করে বাড়তি নিচ্ছে।যদিও অভিভাবকদের সাথে সভা করে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ বলে দাবি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদারের। অতিরিক্ত টাকা দিয়ে বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
মানিকচক ব্লকের প্রান্তিক এলাকা পশ্চিম নারায়ণপুর গ্রাম বন্যা কবলিত এলাকা নামে পরিচিত। এই এলাকার মানুষ জনের প্রধান জীবিকা কৃষিকাজ সহ দিনমজুরি। স্থানীয় মানুষদের অভিযোগ, গ্রামের বেশিরভাগই পরিবার দিনমজুর।এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের ভর্তিতে সরকারি নিয়ম থেকে অতিরিক্ত ভর্তির টাকা নিচ্ছে।যা অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। পাশাপাশি মিড ডে মিলেও দুর্নীতি করছে স্কুল কর্তৃপক্ষ বলে অভিযোগ করেন স্থানীয়রা।অতিরিক্ত টাকা যাতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ফিরিয়ে দেয় এমনটাই দাবি তুলেছে স্থানীয় মানুষজন। মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্র জড়ো হয়ে প্রধান শিক্ষককে ঘিরে ধরে ক্ষোভ বিক্ষোভ দেখানো গ্রামের অভিভাবকরা।এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জানান, অভিভাবকদের সাথে বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন এবং অস্থায়ী কর্মীদের মাসিক বেতন দেওয়ার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। পুনরায় অভিভাবক বৈঠক করা হবে যদি অভিভাবকরা বাড়তি ভর্তি টাকা ফেরত চাই তাহলে স্কুল কর্তৃপক্ষ ফেরত করবে বলে জানাই প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments