Thursday, April 25, 2024
Homeদিনহাটাপ্রচন্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্ল্যাডিওলাস ফুল,চিন্তায় মাথাত হাত বামনহাটের কৃষকের

প্রচন্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্ল্যাডিওলাস ফুল,চিন্তায় মাথাত হাত বামনহাটের কৃষকের

দিনহাটাঃ

হ ঠাৎ করেই ঝোড়ো হাওয়া এবং প্রচন্ড বৃষ্টিতে দিনহাটা ২ নং ব্লকের বামনহাট ১নং গ্রাম পঞ্চায়েত এর বাতাসুরকুটি এলাকায় চাষ করা গ্ল্যাডিওলাস ফুলের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন টাই জানান কৃষক বাবলু মোদক। অন্যান্য চাষের পাশাপাশি বাবলু বাবু এবছর চার কাঠা জমিতে গ্ল্যাডিওলাস ফুলের চাষ করেছিলেন। বাজারে এই ফুলের কদর রয়েছে সেই চাহিদায় এই ফুল এর চাষ করেন তিনি। নতুন চাষে ভালই ফুল উঠেছিল কিন্তু গতকালের ঝোড়ো হাওয়া এবং প্রচন্ড বৃষ্টিপাতে জমিতে থাকা ওই গাছগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেই ফুলগুলি আর বাজারে বিক্রি হবার মত পরিস্থিতিতে নেই বলে জানান তিনি। এই গ্ল্যাডিওলাস এর পাসাপাশি এদিন তার সুপারি এবং পানেরও ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টির দরুন ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তিত ওই কৃষক।

নিজস্ব চিত্র

বাবলু মোদক বলেন, গতকালের বৃষ্টির জন্য গ্লাডিওলাস ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ফুলগুলি হয়তো এখন আর বাজারে বিক্রি হবে না। ৪ কাঠা জমিতে গ্লাডিওলাস চাষ করেছিলাম। প্রত্যাশামতোই ভালো ফুল ফুটে ছিল সবকয়টি গাছে কিন্তু এই বৃষ্টি এবং হাওয়ার ফলে গাছগুলো শুয়ে পড়ে। নতুন করে গাছের ফুল হবে কিনা বুঝতে পারছি না তবে। বাজারে বিক্রি করার মতো পরিস্থিতি নেই। সত্যিই অনেকটা ক্ষতি হয়ে গেল। পাশাপাশি তিনি আরো বলেন, সুপারি এবং পানেও অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সুপারি গাছ ভেঙে পড়েছে এবং পান গাছ গুলি ঝোড়ো হাওয়ার দরুন লন্ডভন্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments