Friday, April 26, 2024
Homeরাজ্যপুজোর আগে সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ছে মদের দাম

পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ছে মদের দাম

আর কয়েক সপ্তাহ পরেই উৎসবের মরসুম। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যে। স্বাভাবিকভাবেই উৎসবের সময় মদের চাহিদা বাড়ে। কিন্তু এবার পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে মদের দাম (Liquor price)। পুজোর আগে মহার্ঘ হচ্ছে মদ।

দেশি-বিদেশি দুই ধরনের মদের দামই বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্যের আবগারি দপ্তর। দপ্তর সূত্রে খবর, দেশি মদের দাম বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। প্রায় ৭-১০ শতাংশ দাম বাড়তে পারে বিদেশি মদের। আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই নয়া দাম কার্যকর হতে পারে রাজ্যে। সরকারের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মাথায় হাত সুরাপ্রেমীদের।

কোন মদের দাম কত টাকা বাড়তে পারে, তা নিয়ে জেলায় জেলায় বিজ্ঞপ্তি পাঠিয়েছে নবান্ন । জানা গিয়েছে, দেশি মদের ৬০০ মিলির নয়া দাম হতে চলেছে ১৫৫ টাকা। ৩৭৫ মিলির দাম হতে চলেছে ১০৫ টাকা। ৩০০ মিলির দাম হবে ৮৫ টাকা ও ১৮০ মিলির দাম হবে ৫০ টাকা। সর্বাধিক ২০ শতাংশ দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। বিদেশি মদের নয়া দাম এখনও স্পষ্ট নয়।  তবে পুজোর আগে এই ঘোষণায় স্বাভাবিক মন খারাপ সুরাপ্রেমীদের। 

কিন্তু বিদেশি মদের চেয়ে দেশি মদের দাম বেশি বাড়ছে কেন? এই বৈষম্যের পিছনে স্বাস্থ্যকর কারণও রয়েছে বলে দাবি সরকারের। রাজ্য সরকার দেশি মদের বদলে দেশে তৈরি বিদেশি মদ উৎপাদনকেই উৎসাহিত করতে চায়। যদিও দাম বৃদ্ধির ফারাকের জন্যে চলতি বিধিতে সংশোধনী আনতে হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments