Wednesday, April 24, 2024
HomeBreaking newsপুঁথিগত বিদ্যা অষ্টম শ্রেণি! জনপ্রিয় বিনোদন চ্যানেল হ্যাকিংয়ের অপরাধে গ্রেফতার বারোবিশার যুবক

পুঁথিগত বিদ্যা অষ্টম শ্রেণি! জনপ্রিয় বিনোদন চ্যানেল হ্যাকিংয়ের অপরাধে গ্রেফতার বারোবিশার যুবক

পুঁথিগত বিদ্যায় অষ্টম শ্রেণি হলেও, হ্যাকিংয়ে জিনিয়াস আলিপুরদুয়ারের বারোবিশার এক যুবক! আর সেই যুবকের কর্মকাণ্ড দেখে চোখ কপালে উঠেছে জেলার পুলিশ আধিকারিক থেকে শুরু করে সাইবার বিশেষজ্ঞদের। ওই যুবকের নাম সুদীপ সূত্রধর। তার বাড়ি আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার বারোবিশা এলাকার। প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় নিজের সাইবার ক্যাফেতে বসে হ্যাক করে ফেলেছিল দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন চ্যানেলের Star Group অ্যাপ ও ওয়েবসাইট। শুধু তাই নয়, নিজেই বানিয়ে ফেলেছিল একটা আস্ত অ্যানড্রয়েড অ্যাপ। কী নেই সেই অ্যাপে! জানা গেছে অ্যাপে ওই বিনোদন চ্যানেলের সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ স্ট্রিমিং, এছাড়াও বিভিন্ন নিষিদ্ধ চ্যানেলের লিঙ্ক, নীল ছবির একাধিক চ্যানেল। অ্যাপের সাবস্ক্রাইব মূল্য মাত্র ২৫ টাকা, অ্যাপের নাম “YM TV”। পুঁথিগত বিদ্যায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করলেও ইন্টারনেট ঘেঁটে রপ্ত করে ফেলেছিল এই ” হ্যাকিং কৌশল”। তবে বহুদিন ধরে চেষ্টা করেও ওই চ্যানেলের নিজস্ব সাইবার বিশেষজ্ঞরা অভিযুক্ত যুবকের নাগাল পাননি। অবশেষে গতকাল রাতে কুমারগ্রাম থানার পুলিশ যুবককে আটক করে। যুবকের হ্যাকিং ক্ষমতা দেখে তার বুদ্ধিমত্তা, কৌশলকে পুলিশি তদন্তে ভালো কাজে লাগাতে চাইছে জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

এদিন সাংবাদিক বৈঠক করে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “ওই চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা একটা অভিযোগ পাই। যুবকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ওর এই দক্ষতাকে ভালো কাজে লাগাতে পারলে সমাজের উপকার হবে এবং ওর ভবিষ্যতের জন্যও ভালো হবে।” আন্তর্জাতিক ওই বিনোদন চ্যানেল সংস্থার সাইবার বিশেষজ্ঞরা বেশ কিছুদিন ধরেই টের পাচ্ছিলেন যে, তাঁদের চ্যানেলটি কেউ বা কারা হ্যাক করতে সমর্থ হয়েছে। তাতেই তদন্ত চালিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হন। ২৭ জুন রাতে ওই বিনোদন চ্যানেলের পক্ষ থেকে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং ওই হ্যাকিং জিনিয়াস কে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments