Thursday, March 28, 2024
Homeকোচবিহারপয়লা বৈশাখে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির মানুষের ঢল

পয়লা বৈশাখে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির মানুষের ঢল

নতুন বছরের শুরুতেই কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির মানুষের ঢল লক্ষ্য করা গেল। শুক্রবার সকাল থেকেই কোচবিহার এর ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে বাংলা বছরের প্রথমদিন পুজো দিতে মানুষের ভিড় উপচে পড়ল। কোচবিহার বাসির অনেকেই বাংলা নববর্ষের প্রথম দিনটি শুরু করেন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরেই। প্রতিবছরই মন্দিরে এসে পুজো দেন ভক্তবৃন্দরা তবে করণা মহামারীর জেরে গত দু’বছরে কিছুটা হলেও পূজার্চ্চনার ভিড় কম দেখা যায়। এবছর ভক্ত প্রাণ মানুষের ভীড় উপচে পড়ে মন্দির চত্বরে। সেখানে আসা অনেকেই বলেন মন্দিরে পুজো দিয়ে বেশ ভালো লাগছে। মন্দিরে পুজো দিয়ে তারপরে অন্যান্য কাজে যোগ দেবেন তারা এমনি জানান মন্দিরে আসা মানুষেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments