পনের দাবিতে ১০ মাসের শিশু সন্তানকে মেরে ফেলার অভিযোগ শ্বশুর-শাশুড়ি,স্বামীর বিরুদ্ধে

মালদাঃ- পনের দাবিতে ১০ মাসের শিশু সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে শশুর-শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি গ্রামে।শিশু সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন গর্ভধারিণী মা।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত শিশুর নাম মহম্মদ আরিফ।বয়স ১০ মাস।মৃত শিশুর মা সাবিনা খাতুন ভালুকা পুলিশ ফাঁড়িতে শশুর-শাশুড়ি এবং স্বামীর নামে লিখিত অভিযোগ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বছর খানেক আগে সাবিনা খাতুনের বিয়ে হয় তালগাছি গ্রামের মোক্তার হোসেনের সঙ্গে।বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য সাবিনাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালাতো স্বামী সহ শ্বশুর-শাশুড়ি।এর মধ্যে সাবিনার বাবা মেয়ের নামে কিছু টাকা ব্যাংকে জমা করেন।সাবিনার নামে একটি এটিএম কার্ড থাকায় সেটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন সাবিনার স্বামী‌,শ্বশুর এবং শাশুড়ি। সাবিনা কার্ডটি দিতে অস্বীকার করায় ১০ মাসের শিশু সন্তানকে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ।সোমবার সকালে সাবিনা জানতে পারেন তার শিশু সন্তান শ্বশুর বাড়িতে মারা গেছেন।ঘটনার কথা জানতে পেরে সাবিনা ভালুকা পুলিশ ফাঁড়িতে তিন জনের নামে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আটক করা হয় শ্বশুর মোহাম্মদ ইরফান এবং শাশুড়ি সানোয়ারা বিবিকে।পলাতক সাবিনার স্বামী মুক্তার হোসেন। এদিকে শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ভালুকা ফাঁড়ির পুলিশ।

এ প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles