সমীর হোসেন, দিনহাটা:
নিজের ভুলের জন্য সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
উল্লেখ্য কোচবিহারে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “আমার জন্মের সার্টিফিকেট নেই কারণ আমি ১৯৯৫ এর অনেক আগে জন্মিয়েছি, জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে ১৯৯৫ সাল থেকে। তাহলে প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই।”
বক্তব্য রাখতে গিয়ে তিনি ১৯৯৫ সাল বলে ফেলেন, যেখানে ১ লা এপ্রিল ১৯৬৯ সালে জন্মের সার্টিফিকেট চালু হয়েছিল। আর এখানেই ভুল করে বসেন মন্ত্রীমশাই। পরবর্তীতে সংবাদমাধ্যমে খবর হওয়ার পর তিনি বুঝতে পারেন বিষয়টি ভুল বলেছিলেন। এরপর সামাজিক মাধ্যম নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে লেখেন “আজ সাংবাদিকদের সামনে বলতে গিয়ে অন্যমনস্ক ভাবে জন্ম শংসাপত্র ১৯৯৫ এ চালু হয় বলেছি,ওটা আসলে ১৯৬৯। অনিচ্ছাকৃত ভুলের জন্য দু:খিত।”