Friday, April 19, 2024
Homeময়নাগুড়িধুপগুড়িতে আশা কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে ময়নাগুড়িতে আশা কর্মীদের মিছিল

ধুপগুড়িতে আশা কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে ময়নাগুড়িতে আশা কর্মীদের মিছিল

ধুপগুড়িতে আশা কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে ময়নাগুড়িতে আশা কর্মীদের মিছিল

ময়নাগুড়ি, ২১ জুন: ধুপগুড়িতে এক আশা কর্মী কে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে ময়নাগুড়িতে আশা কর্মীদের প্রতিবাদ মিছিল। ঘটনার নিন্দা প্রকাশ এবং আশা কর্মীদের নিরাপত্তার দাবিতে ময়নাগুড়ি সহ বিভিন্ন ব্লকে এই মিছিল সংঘটিত করছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ময়নাগুড়িতে এক প্রতিবাদ মিছিল করা হয়। এদিন ব্লকের সমস্ত আশা কর্মীরা একত্রিত হয়ে ঘটনার নিন্দা প্রকাশ করেন এবং ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ময়নাগুড়ি থানা সহ বিভিন্ন স্থানে তারা এই বিষয়টি জানান। উল্লেখ্য ধুপগুড়ি তে ইনজেকশন নেওয়ার পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটে। যেই ঘটনার পর পরিবারের সদস্যরা অভিযোগ করেন ভুল ইনজেকশন এর কারণে শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে সোমবার কর্তব্যরত আশা কর্মী কে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও ঘটনার পর পুলিশ মহিলাদের আটক করেছেন। সেই ঘটনার নিন্দা প্রকাশ করে এবং প্রতিবাদ জানিয়ে এই মিছিল সংঘটিত হলো ময়নাগুড়িতে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আশা কর্মীরা কখনো ইনজেকশন দেয় না। তারা মায়েদের ইনজেকশন নেওয়ার জন্য মোটিভেট করে থাকেন। আশা কর্মীদের আগামীতে নিরাপত্তা দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক কমিটির সম্পাদিকা তথা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্যা বাণী ঘোষ বলেন,"শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই বলে একজন আশাকর্মির এখানে কোন দোষ নেই। ধুপগুড়ি তে যে ভাবে আশা কর্মীকে মারধর করা হয়েছে তার আমরা প্রতিবাদ জানাই। এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বিষয়টি জানাচ্ছি। এই কর্মসূচি বিভিন্ন ব্লকেই করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments