Saturday, April 20, 2024
Homeকলকাতাদুঃস্থ মানুষদের পাশে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

দুঃস্থ মানুষদের পাশে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

কলকাতাঃ

আরও একবার বুঝিয়ে দিল আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া তারা সব সময় সাধারণ মানুষের পাশে আছে আর থাকবেন । এদিন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়ার কর্নধার বিপ্লব কুমার সিনহা কামারহাটি নন্দন নগর এলাকায় দুস্থ মানুষদের হাতে চাল ডাল সহ নিত্য সামগ্রী । এদিন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া দ্বিতীয় বার পদার্পণ করে । আগেও বহুবার বিভিন্ন ভাবে কখনো বা দূর্গত অঞ্চলের অসহায় মানুষের সেবায় কখনো বৃদ্ধাশ্রম বা অনাথ গরিব শিশুদের লেখাপড়ার ব্যাবস্থা করেছেন । এমনকি গরিব খেলোয়াড়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া । করোনা কালে গত বছর লক ডাউনে মানুষের পাশে ছিল । এ বছর ও করোনা কবলিত দুঃখ সময়ে এবং ইয়াশের প্রকোপের দিশেহারা মানুষের পাশে থেকে সাহায্যের হাত ছিলো আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া । কামরহাটি নন্দন নগরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া কর্নধার বিপ্লব কুমার সিনহা, শুভ্রজোতি চ্যাটার্জি,বিপ্লব সামন্ত ।

অনান্য খবর- ফালাকাটায় রক্ত দান শিবিরের আয়োজন করল আইএনটিটিইউসি

দুঃস্থ মানুষদের পাশে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

পরের খবর  সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রাণ পুরুষ বামপন্থী আন্দোলনের প্রতিষ্ঠাতার অন্যতম নেতা প্রয়াত অশোক ঘোষের ৯৯তম জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি। সারা রাজ্যের সাথে সাথে কোচবিহারের দিনহাটা মহকুমা জুড়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল। এর সাথে দিনহাটা ২নং ব্লকের নজিরহাট ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে অশোক ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানালেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। শ্রদ্ধা জানাতে এদিন উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ,ফরওয়ার্ড ব্লকের বুড়ির হাট নজির হাট লোকাল সম্পাদক বীরেন সরকার,লোকাল নেতা নিবারণ সেন,যুবলীগের মহকুমা সম্পাদক রৌশন হাবিব,ছাত্র ব্লকের তপন বর্মন প্রমুখ। পুরো খবর

অনান্য খবর- কোচবিহারে কল্পজ্যোতির মানবিক উদ্যোগ

Even the Arohi Foundation of India has extended a helping hand to the poor players. Corona Kale was by the side of the people at Lock Down last year. The Arohi Foundation of India was a helping hand to the people who lost their lives this year and in the time of Corona’s grief. Arohi Foundation of India leaders Biplob Kumar Sinha, Shuvrajoti Chatterjee and Biplob Samanta were present on the occasion at Nandan Nagar, Kamarhati.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments