Wednesday, April 24, 2024
HomeBreaking newsসত্যের জয় সর্বদা! আজ মেখলিগঞ্জে স্কুলে যোগ দিচ্ছেন ববিতা সরকার

সত্যের জয় সর্বদা! আজ মেখলিগঞ্জে স্কুলে যোগ দিচ্ছেন ববিতা সরকার

দীর্ঘ আইনি লড়াই করে জয় মিলেছে। অবশেষে আদালতের নির্দেশে শিক্ষিকা পদে যোগ দিচ্ছেন শিলিগুড়ির ববিতা সরকার। সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চবালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগ দিচ্ছেন ববিতা। আদালতের নির্দেশ ছিল ১০ জুলাইয়ের মধ্যে ববিতাকে স্কুলের চাকরিতে যোগ দিতে হবে। সেই মতোই শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতার বদলে সেই স্কুলে আজই যোগ দিচ্ছেন ববিতা। এর আগে মামলায় জয় নিয়ে ববিতা বলেছিলেন সত্যের জয় সর্বদা, সত্যি কোনদিনও চাপা থাকে না।

হাইকোর্টের নির্দেশে সোমবারই ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দেয় স্কুল সার্ভিস কমিশন৷ এই চাকরির জন্য সবার প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান ববিতা৷ এরপর নিজের আইনজীবী, আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থী এবং সর্বোপরি পরিবারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি৷ তবে অঙ্কিতাকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ববিতা৷

ববিতার জায়গায় নিয়মবর্হিভূতভাবে ওই চাকরি দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে৷ অঙ্কিতার নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেন ববিতা৷ সেই মামলাতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন৷ পাশাপাশি বেতনের পুরো টাকা দুটো কিস্তিতে জমা দিতে বলেন৷ আদালতের নির্দেশের পরই প্রথম কিস্তির টাকা জমা দেন অঙ্কিতা৷ সেই টাকা জমা পড়ে ববিতার অ্যাকাউন্টে৷ পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে আদালত নির্দেশ দিয়েছিল, ববিতাকে ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে৷ সেই সময়সীমা শেষ হওয়ার তিনদিন আগেই নিয়োগপত্র ববিতার হাতে তুলে দেয় স্কুল সার্ভিস কমিশন৷ শেষমেশ আজই মেখলিগঞ্জের ওই স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিচ্ছেন ববিতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments