Thursday, April 25, 2024
Homeরাজ্যদিল্লির লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রসারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লির লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রসারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যঃ
পশ্চিমবঙ্গের বাইরেও তৃণমূল কংগ্রেসের প্রসারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রথম সারির সাংসদদের বাংলার বাইরে দলকে ছড়ানোর এই দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই তৃণমূল নেত্রী এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।

শনিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার বাইরে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা কাজ শুরু করব। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনের মতো সাংসদরা রাজ্যের বাইরে সংগঠন মজবুত করার কাজ করবেন। বাংলার বাইরে তৃণমূল কংগ্রসের বিস্তারে তাঁরা কাজ করবেন।’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন টুইট করে বলেছেন, ‘আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা চালাব।’ অভিষেকের মতো তরুণ নেতার নেতৃত্বে বাংলার বাইরে তৃণমূলের বিস্তারের কাজ শুরু হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments