Saturday, April 20, 2024
Homeদিনহাটাদিনহাটায় কালা দিবস পালন করলো বামফ্রন্ট

দিনহাটায় কালা দিবস পালন করলো বামফ্রন্ট

দিনহাটা:

দিনহাটা পৌরসভা নির্বাচনে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে আজ দিনহাটায় কালা দিবস পালন করলো বামফ্রন্ট।প্রথমে আজ দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে এক ধিক্কার মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়।তারপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তাদের দাবি দিনহাটা তথা রাজ্যের পৌর নির্বাচনের ইতিহাসে কলঙ্কজনক,স্বৈরতান্ত্রিক একটি ঘটনা যেভাবে দিনহাটা পৌরনির্বাচনে গনতন্ত্র হত্যা করা হয়েছে।তৃনমূল নিশ্চিত পরাজয় জেনে,বিরোধী প্রার্থীদের ভয় – ভীতি – লাগামহীন সন্ত্রাস ও পরিকল্পিত চক্রান্ত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ১৯৭৩ সালে ৭ ই জানুয়ারী পথ চলা শুরু করা দিনহাটা পৌরসভার মানুষকে এই প্রথম ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে আজ আমরা কালা দিবস পালনের জন্য দিনহাটাবাসীকে আহ্বান জানিয়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত করলাম।আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,প্রবীর পাল,এমদাদুল হক,দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ দেব,ফরওয়ার্ডব্লক জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ,ফরওয়ার্ডব্লক নেতা বিকাশ মন্ডল,সিপিআই নেতা সন্তোষ বর্মন ও অন্যান্যরা।আজকের এই মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষ্যনীয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments