Thursday, March 28, 2024
Homeদিনহাটাদিনহাটায় মীনাক্ষী মুখার্জির সমাবেশে গণজোয়ার! বিজেপি-তৃণমূলকে নিশানা

দিনহাটায় মীনাক্ষী মুখার্জির সমাবেশে গণজোয়ার! বিজেপি-তৃণমূলকে নিশানা

নিজস্ব প্রতিনিধি, ৩০ মার্চ

শূন্যপদে স্থায়ী নিয়োগ করো স্থায়ী নতুনপদ তৈরি করো,দুর্নীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ করো এই দাবীকে সামনে রেখে আগামী ১৩ই এপ্রিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উত্তর কন্যা অভিযানের সমর্থনে আজ দিনহাটায় কর্মীসভা ও তিনটি জনসভা করলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।উত্তর কন্যা অভিযানকে সফল করার পাশাপাশি দিনহাটা ২নং ব্লকে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন-পাঠন চালু করার দাবীতে,দিনহাটাতে স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়ামের দাবীতে,দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর হিসাবে ঘোষণা করার দাবি সহ দিনহাটায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ডিওয়াইএফআই দিনহাটা ৪টি লোকাল কমিটির উদ্যোগে আজ দিনহাটা ওয়েলকাম থেকে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে এক রোড শো অনু্ঠিত হয়।

রোড শো টি দিনহাটা ওয়েলকাম থেকে শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটার নাজিরহাটে পৌঁছায়।সেখানে সংগঠণের কর্মীদের নিয়ে এক রাজনৈতিক ও সাংগঠনিক সভা করেন মীনাক্ষী।তারপর নাজিরহাট ধান হাটিতে এক যুব সমাবেশে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি।এরপর দিনহাটা নয়ারহাট বাজারে আরেকটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।সবশেষে দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।আজকের এই সমাবেশ গুলিতে বক্তব্য রাখতে গিয়ে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। দিনহাটার মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে ও সুর চড়িয়ে তিনি বলেন আর হুমকি,ধমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই মন্ত্রী সহ তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে।


আজকের এই সমাবেশে থেকে বিভিন্ন সংগঠন থেকে মোট ১৫ জন যুবক ডিওয়াইএফআই এর পতাকা হতে তুলে নেন।তাদের হাতে পতাকা তুলে দেন মীনাক্ষী মুখার্জি।মীনাক্ষী মুখার্জি ছাড়াও আজকের এই যুব সমাবেশগুলিতে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব প্রামানিক,কোচবিহার জেলা সম্পাদক সুধাংশু প্রামানিক,জেলা সভাপতি সম্ভু চৌধুরী,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস সহ অন্যান্যরা।আজকের সভাগুলিতে যুব সমাজের পাশাপাশি সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ ও ভিড় লক্ষ্য করা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments