Tuesday, April 23, 2024
Homeদিনহাটাদিনহাটায় পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণে ক্লাব ঘর ও...

দিনহাটায় পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণে ক্লাব ঘর ও দোকান

দিনহাটা:
ভোট-পরবর্তী হিংসায় গত ৬ মে দিনহাটাতে যে ক্লাব ঘর থেকে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলা চালানো হয়েছিল সেই ক্লাবঘর এবং অভিযুক্ত ধনঞ্জয় দেবনাথ এর দোকান ভেঙে দেওয়া হল পৌরসভার পক্ষ থেকে। আজ শনিবার সকালে দিনহাটা পৌরসভার তরফ সেই বয়েজ ক্লাব ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এক সপ্তাহ আগে ক্লাবের বৈধ কাগজপত্র দেখানোর জন্য পৌরসভার পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল ক্লাব এবং দোকানের সামনে। এক সপ্তাহের মধ্যে বৈধ কাগজ দেখাতে পারেনি তারা। এছাড়াও সেখানে সেখানে অসামাজিক কাজ চলত বলে অভিযোগে ছিল।

এ প্রসঙ্গে পৌরসভার প্রশাসকউদয়ন গুহ বলেন আইনের উপর বেআইনিভাবে ওই ক্লাব নির্মাণ করা হয়েছিল ক্লাব বিল্ডিং এর কোন বৈধ কাগজ ছিল না এছাড়াও ক্লাবে অসামাজিক কাজকর্ম হতো বলে স্থানীয় বাসিন্দারা বারংবার অভিযোগ করেছিলেন নোটিশ দেওয়ার পর কোন কাজ না হওয়ায় আইন অনুযায়ী বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, অবৈধ নির্মাণের জন্য ক্লাব ঘর ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেখানে বিদ্যুৎ কানেকশন ছিল তাই বিদ্যুৎ দপ্তর এর বিরুদ্ধে পৌরসভার মামলা করা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments