Friday, April 26, 2024
Homeশিলিগুড়িদশ ঘন্টা পর নিয়ন্ত্রণে শিলিগুড়ি ফুলবাড়ীর ডিটারজেন্ট কারখানার আগুন

দশ ঘন্টা পর নিয়ন্ত্রণে শিলিগুড়ি ফুলবাড়ীর ডিটারজেন্ট কারখানার আগুন

শিলিগুড়ি:

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ফুলবাড়ীর একটি ডিটারজেন্ট তৈরির কারখানা।আগুনের তাপে ভেঙ্গে পরলো ঢালাইয়ের ছাদ।দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় ভোররাত পযন্ত চলে আগুন নেভানোর কাজ।অবশেষে প্রায় দশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা।তার আগেই পুড়ে ছাই কারখানার সমস্তকিছু।শনিবার সন্ধ্যায় কারখানা বন্ধের সময় তখন কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।প্রথমে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে,ভোররাত পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়।কারখানার অধিকারীদের থেকে জানাগেছে ক্ষতির পরিমাণ প্রায় ৮থেকে ১০কোটি।জানা গেছে এই কারখানায় ডিটারজেন্ট পাউডার তৈরির পাশাপাশি স্কিমের বিভিন্ন সামগ্রী যেমন গামলা,বালতি,মগ ইত্যাদি মজুত করা করা হতো।সেই সমস্ত কিছু এই অগ্নিকাণ্ডে পুড়ে যায়।শর্ট সার্কিট এর কারণেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন কারখানা ও দমকল আধিকারিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments