Thursday, April 25, 2024
Homeকোচবিহারদল আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে তার আমি অক্ষরে অক্ষরে পালন করব,...

দল আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে তার আমি অক্ষরে অক্ষরে পালন করব, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন

দল আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ পালন করব অক্ষর এ অক্ষরে। এদিন সকালে মাথা ভাঙ্গায় পৌঁছে কর্মী-সমর্থকদের সামনে সাংবাদিকদেরকে এমনটাই জানালেন কোচবিহার জেলা তৃণমূলের নবনিযুক্ত চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। প্রসঙ্গত তিনি এতদিন জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সেই সময় গোষ্ঠী কোন্দল আর তাতেই তিনি যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন। একইসাথে গ্রাম পঞ্চায়েতের অনাস্থা যাতে না আসে সেই বিষয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে তাকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এর নির্দেশে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা শুরু করেছেন বিগত চার দিন থেকে। এদিন কলকাতা থেকে মাথাভাঙ্গা তে পৌঁছে তিনি প্রথম বলেন, দলে দল বিরোধী কোন মন্তব্য বা কর্মসূচি বরদাস্ত করা হবে না। দলে থেকে দলের ক্ষতি কোনভাবেই করা যাবে না। একই সাথে তিনি বলেন, মাথাভাঙ্গা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার দাবি তার থাকবে। এই মর্মে মুখ্যমন্ত্রীর সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এদিন মাথাভাঙা স্টেশনে কর্মী-সমর্থকদের উপচে পড়ে ভির। পঞ্চানন বর্মা অনুরাগী শিক্ষক গিরীন্দ্রনাথ বর্মন কে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানানো তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং তার সাথে ছিলেন লক্ষীকান্ত সরকার, উদয় চক্রবর্তী, নীলকান্ত সহ অন্যান্য নেতৃত্ব। পরে অবশ্য তার সাথে দেখা করতে আসেন কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী, এবং জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments