Wednesday, April 24, 2024
Homeস্বাস্থ্যতুলসী পাতার নানান উপকারীতা, আসুন জেনে নেই

তুলসী পাতার নানান উপকারীতা, আসুন জেনে নেই

তুলসী পাতার ঔষধি গুন!

আয়ুর্বেদে তুলসিকে একটি রোগ – ধ্বংসকারী ভেষজ হিসাবে বিবেচনা করা হয় । বহু রোগে ওষুধ হিসাবে তুলসীর ব্যবহারের সাথে সাথে তুলসীর পাতা দিয়ে ত্বকের সংক্রমণে চিকিত্‍সা করা হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক তুলসীর উপকারিতা – তুলসীর পুষ্টিগুণ তুলসীতে উপস্থিত পুষ্টিগুণ শরীরের জন্য খুব উপকারী । তুলসী পাতায় ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায়। তুলসীতে মূলত ভিটামিন সি, ক্যালসিয়াম, দস্তা এবং আয়রন থাকে এর সাথে তুলসিতে সিট্রিক, টারটারিক এবং ম্যালিক অ্যাসিডও রয়েছে।

তুলসীর উপকারিতা

  • তুলসির গোড়া কাশি বা সর্দির সময় সুপারির মতো চুষতে পারেন।
  • সর্দিকাশির সময় তুলসী পাতা মুখে লবণের মতো কালো নুন দিয়ে রাখলে উপকার পাওয়া যায়।
  • তুলসির সবুজ পাতা আগুনে টুকরো করে নুন দিয়ে খেলে কাশি ও গলা নিরাময় হয়।

-তুলসী পাতা দিয়ে চারটি ভাজা লবঙ্গ চিবিয়ে খেলে কাশি সেরে যায়।

-তুলসীর নরম পাতা চিবিয়ে খেলে কাশিতে শীঘ্রই মুক্তি পাওয়া যায়।

-কাশি-ঠাণ্ডায়- তুলসী পাতা, আদা এবং কালো মরিচ দিয়ে তৈরি চা পান করার সাথে সাথেই উপকার হয়।

এছাড়াও আরও বিভিন্ন ভাবে তুলসী উপকার করে থাকে।

অনান্য খবর- সরকারি নির্দেশিকা অমান্য করে সরকারি বাসে ব্যাপক ভিড় কোচবিহারে

হুল দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করণদিঘির আলতাপুর হাই স্কুলে

করোনা আচরণবিধি লঙ্ঘন করে দেদার ছুটে বেড়াচ্ছে টোটো, প্রশাসন নিশ্চুপ

তুলসী পাতার নানান উপকারীতা, আসুন জেনে নেই

পরের খবর- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা কে জামাই বলে কটাক্ষ চন্দ্রিমার

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা কে জামাই বলে কটাক্ষ চন্দ্রিমার! পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আজ বিকেলে কৃষাণ বিরোধী, কালো আইন, কৃষি আইন প্রত্যাহার ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় এ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন। উক্ত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জে পি নাড্ডাকে রাজ্যের জামাই বলে ব্যাঙ্গ করলেন।এদিন তিনি নাড্ডা কে জামাইষষ্ঠীতে ভালো করে খাওয়াবো বলেও আক্রমণ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কে! পুরো খবর

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments