Thursday, March 28, 2024
Homeকোচবিহারতুফানগঞ্জে বিজেপি কর্মীর স্ত্রীকে শ্রীলতাহানি, সোনা দানা লুঠের অভিযোগ

তুফানগঞ্জে বিজেপি কর্মীর স্ত্রীকে শ্রীলতাহানি, সোনা দানা লুঠের অভিযোগ

তুফানগঞ্জ : তুফানগঞ্জে চিলাখানা ১গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ চিলাখানার বিজেপি কর্মী অমিত তালুকদার এর বাড়িতে রাতের অন্ধকারে, তৃণমূলের একদল দুষ্কৃতী লোহার রড ও লোহার চেন, দিয়ে বিজেপি কর্মী আমি তালুকদারের বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে সোনা দানা ও লক্ষাধিক টাকা সহ লুঠ করে ও অমিত তালুকদারের শ্রী গৌরী ঘোষ তালুকদারকে পেছন থেকে গলা চেপে মারধর করে এবং শ্বাসরোধ করে শ্রীলতা হানি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ তৃণমূলের কুড়ি পচিশ জন দুষ্কৃতী এই হামলা চালায় বলে জানান বিজেপি কর্মী অমিত তালুকদার। এই বিষয়ে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান বিজেপি কর্মী অমিত তালুকদার।বর্তমানে চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী অমিত তালুকদারের শ্রী গৌরী ঘোষ তালুকদার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তার অবস্থা অসংকা জনক।

তুফানগঞ্জে বিজেপি কর্মীর স্ত্রীকে শ্রীলতাহানি, সোনা দানা লুঠের অভিযোগ

অনান্য খবর- তুফানগঞ্জ রায়ঢাক মহা-শ্মশানে বৈদ্দুতিক চুল্লি তৈরির কাজ খতিয়ে দেখতে পৌরসভার চেয়ারম্যান

হাওড়া টিকিয়াপারা রেল বস্তিতে শিশুদের পাশে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

১৮,০০০ ফুট উচ্চতায় বরফের চাদরে মোড়া এলাকায় যোগ দিবসে সামিল হলেন ITBP-এর জওয়ানেরা

স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড এবং থিয়েটার জগত

পরের খবর- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙ্গা পূর্ণাঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি গঠিত হল

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙ্গা পূর্ণাঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি গঠন হলো মঙ্গলবার। শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আসমিনা বেগম এর তত্ত্বাবধানে এই নতুন কমিটি গঠন হয়। সংগঠনকে শুভ্র করতে মাথাভাঙা শহরের বারোটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে বলে জানান আসমিনা বেগম। সেই সাথে বিধানসভা ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে এই দিন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে প্রচার এর সামনের সারিতে মহিলাদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিটি মানুষের বাড়িতে পৌছাবো।বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনবিরোধী একাধিক সিদ্ধান্তে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলারা।থেকে শুরু করে সাধারণ মহিলারা ক্ষতিগ্রস্ত। তাদের কাছে উন্নয়নের বার্তা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পরিকল্পনাগুলি পৌঁছে দেওয়া হবে। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments