Friday, March 29, 2024
Homeকোচবিহারতুফানগঞ্জে তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তুফানগঞ্জে তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:
তুফানগঞ্জ মহকুমার বারো কোদালি অঞ্চলে এক তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর নাম শম্পা দাস। আহত সম্পা দাসের স্বামী অঞ্চল দাস অভিযোগ করেন যে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ 15 থেকে কুড়ি জন বিজেপির কর্মী-সমর্থকেরা বাড়ির উপরে চড়াও হয় এবং ভাঙচুর করতে থাকে এরপর বাধা দিতে গেলে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্ত্রী শম্পা দাস কে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনাথ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন। বারো কোদালি 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সরজিত রাভা জানিয়েছেন যে, বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির উপর হামলা চালায় এবং প্রাণে মারার চেষ্টা করে। এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এর পরবর্তীতে পুলিশ গৌতম সরকার নামে একজনকে আটক করেছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলার পর্যবেক্ষক অভিজিৎ বর্মন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে তা একেবারেই ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি কে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments