ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, কাশীয়াবাড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির।
কোচবিহার;বক্সিরহাট, ২২ শে নভেম্বর : ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জ ২ নং ব্লকের বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের ১৭ নং জাতীয় সড়কের কাশিয়াবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জিবু বর্মন(৪১) তার বাড়ি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-২ পঞ্চায়েতের দক্ষিণ বালাকুটি এলাকায়।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ১.৩০ নাগাদ তুফানগঞ্জ থেকে কাজ সেরে ওই ব্যক্তি বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় কাশিয়াবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় সিটকে পড়ে জান ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে ভানুকুমারী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ আজ মৃতদেহটি ময়নাতদন্তির জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটির তল্লাশি শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।

