Friday, April 26, 2024
Homeময়নাগুড়িজাতীয় স্তরে স্বর্ণপদক পেলেন ময়নাগুড়ির অমল

জাতীয় স্তরে স্বর্ণপদক পেলেন ময়নাগুড়ির অমল

ময়নাগুড়ি, ২৫ সেপ্টেম্বর : জাতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকার অমল রায়। রবিবার স্বর্ণপদক নিয়ে বাড়ি ফেরার সময় লক্ষ্য করা গেল জয়ের উচ্ছ্বাস। স্টেশন থেকে হুটখোলা গাড়িতে নিয়ে আসা হয় অমলকে। দেওয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা। অমলের এই সাফল্যে খুশি গোটা ময়নাগুড়ির ক্রীড়া মহল। উল্লেখ্য, জাতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আসামের গোয়াহাটিতে। গত ২০ সেপ্টেম্বর থেকে ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত চলে এই খেলা। সেই খেলায় উত্তরবঙ্গ থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশ নেয়। সেই দলেই সুযোগ পায় ময়নাগুড়ি থেকে অমল রায়। পাওয়ার লিফটিং প্রতিযোগিতা মাস্টার এক বিভাগে স্বর্ণপদক জয়লাভ করেন অমল রায়। রবিবার সেই খেলা সম্পন্ন করে ময়নাগুড়ি স্টেশনে নামেন অমল বাবু। এরপরেই জয়ের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। হুট খোলা গাড়িতে রীতিমতো গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে টিকাটুলি নিয়ে আসা হয়। সেখানে সংবর্ধনা দেন খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু রায় সহ বিশিষ্ট সমাজসেবীরা। তার এই সাফল্যে কার্যত খুশির হাওয়া ময়নাগুড়ি ক্রীড়া জগতে। এই বিষয়ে অমল রায় বলেন,"আমার এই জয় অনেকটা স্বপ্নের মত। আমি এই বিভাগে প্রায় দুই বছর ধরে আছি এবং প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই সাফল্য পাওয়ায় আমি খুশি। আগামীতে আমি এশিয়া বা আন্তর্জাতিক স্তরের খেলায় অংশ নেওয়ার ইচ্ছে আছে। তার জন্য আমি আমার দিক থেকে ১০০ শতাংশ চেষ্টা চালিয়ে যাব।"এই বিষয়ে খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু রায় বলেন,"অমলের এই জয় আমাদের সকলের জয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছেলে জাতীয় স্তরে খেলে স্বর্ণপদক জয়লাভ ছোট ব্যাপার নয়। আগামীতে তার সাফল্য কামনা করি।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments