Friday, March 29, 2024
Homeময়নাগুড়িজাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানের বিরুদ্ধেউচ্ছেদ অভিযানে রেল দপ্তর

জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানের বিরুদ্ধে
উচ্ছেদ অভিযানে রেল দপ্তর

ময়নাগুড়ি রোড থেকে উল্লাডাবরি এলাকা পর্যন্ত জাতীয় সড়কে ধারে গজিয়ে ওঠা দোকানের বিরুদ্ধে
উচ্ছেদ অভিযানে নামল রেল দপ্তর

ময়নাগুড়ি,১১ই, ডিসেম্বর:-
জাতীয় সড়কের পাশে, রেল লাইনের ধারে গজিয়ে ওঠা অবৈধ হোটল সহ বিভিন্ন দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামল রেল দপ্তর। শনিবার সকালে ময়নাগুড়ির রোড থেকে উল্লাডাবরি এলাকায় ৩১ নং জাতীয় সড়কের পাশে এই অভিযান চালানো হয়। জানা গেছে, এর আগেই 31 নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা হোটেল, দোকান, রেস্তোরাঁগুলি ভাঙার মৌখিকভাবে নির্দেশ জারি করেছিল রেল দপ্তর। এরপরেও ব্যবসায়ীরা দোকানপাট না ভাঙ্গায় এদিন ময়নাগুড়ি পুলিশ ও রেল দপ্তরে যৌথ উদ্যোগে 31 নম্বর জাতীয় সড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদে অভিযানে নামে। কিন্তু একটি মাত্র দোকান ভাঙ্গার পরেই ব্যবসায়ীরা উচ্ছেদ সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। ব্যবসায়ীদের অভিযোগ, এই সংক্রান্ত কোন কাগজ দেখাতে পারিনি রেল দপ্তরে আধিকারিকরা। এরপর এই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে রেল দপ্তরের তরফে কোনো মন্তব্য পাওয়া যায় নি। এর পরেই রেল দপ্তরের আধিকারিকরা সেখান থেকে চলে যান।
জলপাইগুড়ি জেলার তৃনমূলের জেনারেল সেক্রেটারি পাপন চক্রবর্তী বলেন, আচমকাই রেল দপ্তর এসে দোকান-পাঠ ভাঙতে শুরু করে। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। রেল দপ্তর লিগাল নোটিশ করলে ব্যবসায়ীরা দোকানপাট অন্যত্র সড়িয়ে নেবেন। কিন্তু ব্যবসায়ীদের না জানিয়ে রেল দপ্তরের এই অভিযান ঠিক নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments