Friday, April 19, 2024
Homeরাজনীতিজনসংযোগে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ শতাব্দী রায়

জনসংযোগে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ শতাব্দী রায়

শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রস্তুতি। হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা মাস। জেলায় জেলায় এখন থেকেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। ময়দানে নেমে পড়েছেন শাসক থেকে বিরোধী দলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। নিজেদের জমি শক্ত করতে এখন মরিয়া সবাই। কয়েকদিন আগেই বীরভূমে সভা করে গিয়েছে বলিউডের সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এমনকী, শুক্রবার মল্লারপুরে সভা করেছিলেন মহুয়া মৈত্র, দেবাংশু ভট্টাচার্যরা। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে জনসংযোগে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমেরই সাংসদ শতাব্দী রায়।

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে জন সংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। বাড়ি থেকে শুরু করে সরকারি পরিষেবা পাননি বলে সাংসদের সামনে অভিযোগ করলেন গ্রামবাসীদের একাংশ। বীরভূমের সাঁইথিয়া এলাকার হাতোড়া গ্রাম পঞ্চায়েতের হাতোড়া গ্রামে শনিবার জনসংযোগ কর্মসূচিতে যান তিনি। সঙ্গে ছিলেন সাঁইথিয়ার স্থানীয় নেতৃত্ব। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শতাব্দী। আর সেখানেই কথা বলতে গিয়ে এই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তিনি। সমবেত জনতার উদ্দেশে শতাব্দীকে প্রশ্ন করতে দেখা গেল, “কেউ কী বাড়ি পাননি?”, সমবেত স্বরে মহিলাদের উত্তর, ‘না’। তারপরেই শতাব্দীর উত্তর, “বীরভূমের অনেক মানুষ বাড়ি পেয়েছেন। যাঁরা পাওয়ার যোগ্য ধীরে ধীরে সকলেই পাবেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments