Friday, April 26, 2024
Homeকোচবিহারচেয়ারম্যান পার্থ প্রতিম রায় এর উদ্যোগে আজ থেকে খুললো এনবিএসটিসির রিকরেশন হল

চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এর উদ্যোগে আজ থেকে খুললো এনবিএসটিসির রিকরেশন হল

কোচবিহার:

ষষ্ঠী ভৌমিক থেকে নিরাশ বিশ্বাস, কোচবিহারের দিকপাল অভিনেতার অভিনয় করে গেছেন এই মঞ্চে। কিন্তু প্রায় এক দশকের বেশি সময় থেকে বন্ধ হয়ে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ঐতিহ্যবাহী রিক্রিয়েশন ক্লাব ঘর। আজ থেকে পুনরায় খুলে গেল ঐতিহ্যবাহী রিকরেশন হল। এই উত্তরবঙ্গ পরিবহন সংস্থার ঐতিহ্যবাহী রিকরেশন হল। পুরনো ঐতিহ্যবাহী দিক দিক দিয়ে বলে নয় এই উত্তরবঙ্গ পরিবহন সংস্থার নাটকের দল ও ছিল বলে জানা যায়। অনেক ক্ষেতনামা শিল্পীরা এই নাট্য সংস্থায় নাটক করেছে বলে জানা যায়। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এর একান্ত উদ্যোগে খুলে দেওয়া হল। হল ঘর।

আজ এই নিয়ে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এই রিকরেশন হল ঐতিহ্যবাহি অনেক ইতিহাসের সাক্ষী। বলতে গেলে এটা একটা নাট্য চর্চা হিসাবে আগে ব্যবহৃত হতো। নাটকের জগতের প্রচুর গন্নগন্য ব্যাক্তিত্ব এখানে নাটক করেছে। বিভিন্ন কারণে প্রায় 10 বছর নাগাদ এই রিকরেশন হল বন্ধ ছিল। পুনরায় আবার আমি উদ্যোগ নিচ্ছি এই হলকে খোলার জন্য। প্রথমে এই হলের মঞ্চকে সংখ্যার করবো তারপর ১০০০ জন যাতে একসাথে বসতে পারে সেই বেবস্থা করবো।খুব অল্প মূল্য ৩০০০ থেকে ৪০০০ টাকার মতো ভারা এখানে হলের ক্ষেত্রে ধার্য্য করা হবে। কারণ রবীন্দ্রভবন অনেকদিন ধরেই সংস্কারের কাজ চলছে কবে শেষ হবে তা নিয়ে আমি অবগত নই! উৎসব অডিটোরিয়াম সেখানকার ভাড়াও অত্যন্ত বেশি ২৫০০০ টাকার মতো। তাই অনেকেরই সামর্থ্য হয় না এত টাকা ভারা দিয়ে অনুষ্ঠান করার মতো। এবং সুকান্ত মঞ্চে অবস্থা অনেকদিন ধরে অত্যন্ত খারাপ। অনেকেই আমার কাছে এই প্রস্তাব রেখেছিল এই রিকরেশন হলকে পুনরায় খোলার জন্যে।যাতে কোচবিহারের সাংস্কৃতিক দিক ঠিক থাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments