Saturday, April 20, 2024
Homeকোচবিহারচিলা রায়ের জন্মতিথির অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বিজেপি বিধায়কের বাংলা ভাগের দাবি

চিলা রায়ের জন্মতিথির অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বিজেপি বিধায়কের বাংলা ভাগের দাবি


কোচবিহার, ৫ ফেব্রুয়ারিঃ ফের চিলা রায়ের জন্মতিথি উপলক্ষ্যে অনন্ত রায় মহারাজের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য ভাগের পক্ষে সাওয়াল করলেন কালিম্পঙের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আজ তিনি কোচবিহার ২ নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায় অনন্ত মহারাজের ওই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় স্পষ্ট ভাবে বাংলা ভাগের দাবি করেন। তিনি বলেন, “আমাদের এলাকা থেকে আমাদের ইতিহাস মেটানোর চক্রান্ত হচ্ছে। পাহাড়ে আমাদের ইতিহাস মেটানো হচ্ছে। এখানে রাজবংশীদের ইতিহাস মেটানো। আমরা যদি এক্যবদ্ধ্য ভাবে থাকি তাহলেই আমাদের গোল সম্ভব হবে। গোল অর্থাৎ বাংলা ভাগ। আলাদা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যাই হোক বাংলা থেকে ভাগ হতে চাই আমরা।” এদিন অনন্ত মহারাজও এদিনও দ্রুত কোচবিহার রাজ্য হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, “আমরা কোচবিহার রাজ্যের পুনর্গঠন চাই। কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে। তাঁরা কমিটমেন্ট করেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের সব রাজ্য জানে কোচবিহার আলাদা রাজ্য হতে চলছে।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলন গড়ে তুলছে। ১১ ফেব্রুয়ারি খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় এসে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে জনসভা করবেন। তার আগে ফের বিজেপি বিধায়কের বাংলা ভাগের দাবি নিয়ে কোচবিহার জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন বাংলা ভাগ নিয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “অনন্ত মহারাজ বাংলা ভাগ নিয়ে বহুবার বলছেন। কিন্তু আমি মনে করে তাঁর কথার কোন গুরুত্ব নেই। তিনি একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তাই তাঁর মত করে বলছেন। আসলে এটা না বললে তাঁর সাথে লোক থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। এটা বারবার বলে নিজেকে মহারাজ বলে দাবি করা অনন্ত রায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাংলা ভাগের বিরুদ্ধে। আমরা যে কোন মূল্যেই বাংলা ভাগ রুখে দেব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments