Friday, April 26, 2024
Homeঅন্যান্যচিতা এবং চিতা বাঘের মধ্যে পার্থক্য জানেন?

চিতা এবং চিতা বাঘের মধ্যে পার্থক্য জানেন?

চিতা এবং চিতা বাঘের পায়ের দিকে তাকালেই পার্থক্য স্পষ্ট হয়ে যায়। চিতার পা অনেক লম্বা এবং সরু। যে কারণে তারা দ্রুত দৌঁড়াতে সক্ষম। অন্যদিকে চিতা বাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছো বাঘের মত। একে রয়েল বেঙ্গল টাইগারের ছোট ভার্সন বলা যেতে পারে।

চিতা ঘন্টায় ৭০ মাইল বেগে দৌড়াতে পারে। এর ইংরেজি নাম হল Cheetah। অনেকে চিতাকে চিতাবাঘের সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু চিতা বাঘের ইংরেজি নাম হলো Leopard।

ভারতে আনার আগে চিতা কেবলমাত্র পাওয়া যেত আফ্রিকায় (৭ দশক আগে ভারতেও ছিল চিতা)। কিন্তু চিতা বাঘ এখনো ভারতের ডুয়ার্স, জলপাইগুড়ি, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় রয়েছে।

চিতাবাঘ হলো বিড়ালগোত্রীয়। অন্যদিকে চিতা হলো সম্ভবত কুকুর গোত্রীয়। চিতাবাঘ খুবই হিংস্র এবং তারা রাতে শিকার করে। অন্যদিকে চিতা খুবই শান্তশিষ্ট এবং সুন্দর। পাশাপাশি চিতা শিকার করে দিনের বেলায়। এমনকি চিতাকে পোষ মানানো যায়। এরা মানুষ মারে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments