Friday, March 29, 2024
Homeময়নাগুড়িচিটফান্ড মামলায় ময়নাগুড়ির শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব সিবিআইয়ের

চিটফান্ড মামলায় ময়নাগুড়ির শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব সিবিআইয়ের

ময়নাগুড়ি: ফের রাজনৈতিক জল্পনা শুরু হল ময়নাগুড়িতে। চিটফান্ড কান্ডের তদন্তের স্বার্থে জলপাইগুড়ি জেলার তৃণমূলের এক নেতাকে তলব করলো সিবিআই। আগামী ১১ নভেম্বর কলকাতার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, মঙ্গলবার সিবিআইয়ের সেই চিঠি তৃণমূল নেতার কাছে পৌঁছায়। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সূত্র মারফত জানা গেছে, ২০১১ সালের মাঝামাঝি সময়ে ময়নাগুড়িতে রমরমিয়ে ব্যবসা শুরু করে শিব শঙ্কর এগ্রভেট প্রাইভেট লিমিটেড নামে এক চিটফান্ড সংস্থা। পরবর্তীতে সেই সংস্থা বন্ধ হয়ে যায়। সেই মামলার তদন্ত শুরু করে সিবিআই। আর মামলার তদন্তে উঠে আসে শশাঙ্ক রায় বসুনিয়ার নাম। তাকে মূলত জিজ্ঞাসাবাদ করার জন্যই ডাকা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে এই বিষয়ে শশাঙ্ক রায় বসুনিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো ফোনের জবাব দেননি। আর এদিকে এই ঘটনা চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।। এই বিষয়ে ময়নাগুড়ি ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, " নির্বাচনের আগে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সংস্থাগুলি এই কাজ করেন। এ আর নতুন কিছু নয়। ফলে যাকে ডেকেছেন তিনি যাবেন। এটা নিয়ে অত ভাবার কিছু নেই। এই বিষয়ে ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শংকর দত্ত বলেন, "সিবিআই, ইডি কেন্দ্রের বিজেপি সরকারের হাতিয়ার তৃনমূল কংগ্রেসকে কলুষিত করবার। রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছু নয়।" এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, "আইন আইনের মতো চলবে। সিবিআই, ইডির ভূমিকা সাধারণ মানুষ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে আছে।"অন্যদিকে ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক চঞ্চল সরকার বলেন, "সিবিআই, ইডি কেন্দ্রীয় সংস্থা। যদি কেউ দুর্নীতির সাথে জড়িত থাকেন বা সাধারণ মানুষের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারি করেন তবে তাকে তো ডাকবেই

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments