Friday, April 19, 2024
Homeদিল্লিচার মাস তৃণমূলে কাটিয়ে এবার আম আদমি পার্টিতে যোগ দিচ্ছে অশোক

চার মাস তৃণমূলে কাটিয়ে এবার আম আদমি পার্টিতে যোগ দিচ্ছে অশোক

সাড়ে চার মাস তৃণমূলে কাটিয়ে ফের শিবির বদলাতে চলেছেন অশোক তানওয়ার (Ashok Tanwar)৷ এবার তাঁর গন্তব্য আম আদমি পার্টি (Ashok Tanwar AAP)৷ সোমবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি নতুন দলে যোগ দেবেন৷ সূত্রের খবর, যোগদান অনুষ্ঠানে থাকতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রীও৷ অশোক তানওয়ারের দলত্যাগ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

হরিয়ানার অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা ছিলেন অশোক তানওয়ার৷ ২০০৯ সালে সিরসা থেকে জিতে লোকসভার সাংসদ হন৷ দীর্ঘদিন প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন৷ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে চরম মতবিরোধের জেরে ২০১৯-এর অক্টোবরে বিধানসভা ভোটের আগে কংগ্রেস থেকে বেরিয়ে আসেন৷ তবে রাজনীতি ছাড়েননি৷ ২০২১ সালে তৈরি করেন ‘আপনা ভারত মোর্চা’ নামে একটি রাজনৈতিক দল৷

এদিকে কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের দল গড়লেও তেমন রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে পারেননি তানওয়ার৷ ওই বছর নভেম্বরে তিনি তৃণমূলে যোগ দেন৷ দিল্লিতে তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অশোক তানওয়ারের মাধ্যমে হরিয়ানায় সংগঠন তৈরির প্রয়াস শুরু করেছিল তৃণমূল৷ কিন্তু মাত্র সাড়ে চার মাসেই মোহভঙ্গ হল তাঁর৷ তৃণমূল ছেড়ে এবার আপের পথে অশোক তানওয়ার৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments